"সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে রূপোলী পর্দায় প্রত্যাবর্তন মহানায়কের"
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBSr7x6OybWnBjCmbn-t9m3x17snde0zXgoGPvgiHPkeevYUpj-CDDyhW6z2AOrDV-ZseinkkScUn8Xg_V7mmVRa5pYh7rIZpbQgykV0-oJtt08s98SOfbePsF8X8t4tjMJ3f4ymBqwhc/s1600/1617097700487661-0.png)
"সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে রূপোলী পর্দায় প্রত্যাবর্তন মহানায়কের" শুভ্রজ্যোতি চক্রবর্তী গত বছর থেকেই করোনা পরিস্থিতির ফলে ইন্ডাস্ট্রির বেহাল দশা। কিন্তু তা সত্তেও দমে জাননি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। এর মধ্যেও তিনি তাঁর কাজ চালিয়ে গিয়েছেন। কিছুদিন আগেই পেয়েছেন জাতীয় পুরস্কারও। তারপরই পরিচালক জানালেন তাঁর নতুন ছবির খবর। চল্লিশ বছর পর বড় পর্দায় ফিরছেন মহানায়ক উত্তমকুমার! আবারও রূপোলী পর্দায় ফুটে উঠবে ‘স্টারিং উত্তমকুমার’। কি করে? “একটা ছবি করলাম ‘অতি উত্তম’ নামে, যেটার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উত্তমকুমার।” জানিয়েছেন এই স্বনামধন্য পরিচালক। ‘‘এই ছবির একটি চরিত্র উত্তমকুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি। এবং এই ভক্তর জীবনের এক প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। এবং উত্তমকুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং উত্তমকুমার স্বয়ং অভিনয় করেছেন। অর্থাৎ উত্তম-অভিনীত চরিত্রের নানান ফুটেজ জুড়ে একটা চরিত্র নির্মাণ করা হয়েছে। এই ছবিতে ভিএফএক্স-এর দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিত্রনাট্য লিখতে আমার তিন ব...