Posts

Showing posts from March, 2021

"সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে রূপোলী পর্দায় প্রত্যাবর্তন মহানায়কের"

Image
"সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে রূপোলী পর্দায় প্রত্যাবর্তন মহানায়কের" শুভ্রজ্যোতি চক্রবর্তী গত বছর থেকেই করোনা পরিস্থিতির ফলে ইন্ডাস্ট্রির বেহাল দশা। কিন্তু তা সত্তেও দমে জাননি পরিচালক সৃজিত মুখোপাধ‌্যায়কে। এর মধ‌্যেও তিনি তাঁর কাজ চালিয়ে গিয়েছেন। কিছুদিন আগেই পেয়েছেন জাতীয় পুরস্কারও। তারপরই পরিচালক জানালেন তাঁর নতুন ছবির খবর। চল্লিশ বছর পর বড় পর্দায় ফিরছেন মহানায়ক উত্তমকুমার! আবারও রূপোলী পর্দায় ফুটে উঠবে ‘স্টারিং উত্তমকুমার’। কি করে?  “একটা ছবি করলাম ‘অতি উত্তম’ নামে, যেটার মুখ‌্য চরিত্রে অভিনয় করেছেন উত্তমকুমার।” জানিয়েছেন এই স্বনামধন্য পরিচালক। ‘‘এই ছবির একটি চরিত্র উত্তমকুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি। এবং এই ভক্তর জীবনের এক প্রেমঘটিত সমস‌্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। এবং উত্তমকুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং উত্তমকুমার স্বয়ং অভিনয় করেছেন। অর্থাৎ উত্তম-অভিনীত চরিত্রের নানান ফুটেজ জুড়ে একটা চরিত্র নির্মাণ করা হয়েছে। এই ছবিতে ভিএফএক্স-এর দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিত্রনাট‌্য লিখতে আমার তিন ব...

"দোলের দিনেই দর্শক দের বড়ো উপহার দিলেন দেব"

Image
"দোলের দিনেই দর্শক দের বড়ো উপহার দিলেন দেব" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক - অনেক দিন ধরেই জোর কদমে চলছে এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও ধ্রুব ব্যানার্জির এর পরিচালনায় "গোলন্দাজ" ছবির শুটিং। যেখানে নাগেন্দ্রপ্রসাদ সর্বধিকারী এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেব কে। ছবির মুক্তির তারিক ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। ১৩ই অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব অভিনীত "গোলন্দাজ"। আজ দোলের দিন এই সকলে কে গোলন্দাজ ছবির পোস্টার উপহার দিলেন দেব।  এদিন ২৮ এ মার্চ মুক্তি পেলো গোলন্দাজ ছবির পোস্টার।ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে "গোলন্দাজ" ছবির পোস্টার।

"রাজ্যে নির্বাচন শুরুর দুইদিন আগে বিভেদের রাজনীতির বিরুদ্ধে মুখর বাংলার শিল্পীরা"

Image
"রাজ্যে নির্বাচন শুরুর দুইদিন আগে বিভেদের রাজনীতির বিরুদ্ধে মুখর বাংলার শিল্পীরা" শুভ্রজ্যোতি চক্রবর্তী,বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- টলিপাড়ার সাথে এবারের বিধানসভা নির্বাচনের যোগাযোগ সত্যিই চোখে পরার মত, বিশেষত অনেকেই যেখানে প্রত্যক্ষ রাজনীতিতে  সক্রিয় হচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন শুরুর দুইদিন আগে টলিপাড়ার শিল্পীরা একযোগে পরিবেশন করলেন একটি মিউজিক ভিডিও, 'নিজেদের মতে নিজেদের গান'; যেখানে বিভেদ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মুখর হয়েছেন তাঁরা। প্রতিবাদী এই মিউজিক ভিডিওটির প্রতিটি পরতে নিহিত রয়েছে বাংলার বৈচিত্র্য এবং বহুত্ববাদ। ঋদ্ধি সেন এবং ঋতব্রত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। ঋদ্ধি ও ঋতব্রতের সাথে সাথে এই ভিডিওতে অংশ নিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। গান গেয়েছেনও তাঁরাই। এছাড়াও অংশ নিয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরো অনেকেই। সমগ্র ভিডিওটি জুড়ে রয...

"হরোর স্টোরিস' এর পোস্টার শুট এ অলিভিয়া, রূপসা ও মৈনাক"

Image
"হরোর স্টোরিস' এর পোস্টার এ অলিভিয়া, রূপসা ও মৈনাক" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- মুকেশ পান্ডে এর প্রযোজোনায় ও সায়ন বাসু চৌধুরীর পরিচালনায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি 'হরোর স্টোরি'। সকলেই খুব আগ্রহী হয় উঠেছেন এই সিনেমা টির জন্য। তবে ছবি মুক্তির আগেই এই সিনেমাটির পোস্টার শুট হয় গেল। যেখানে উপস্থিত ছিলেন অলিভিয়া সরকার,রূপসা মুখ্যপাধ্যায় ,মৈনাক ব্যানার্জি সহ অনেকেই।  এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে অলিভিয়া সরকার , রূপসা মুখ্যপাধ্যায়, মৈনাক ব্যানার্জি,  সুরজিৎ মাইতি, রশ্নি ঘোষ, প্রিয়াঙ্কা ব্যানার্জি, সাহেব হালদার ও সমৃদ্ধ চ্যাটার্জি।

"এবার করোনা আক্রান্ত আমির খান"

Image
"এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আমির খান" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক :- প্রায় ১বছর আগে করোনায় প্রকোপে থমকে গেছিল গোটা বিশ্ব, গোটা দেশ। জারি করা হয়েছিল লকডাউন। কিছু মাস আগে করোনা প্রকোপ কমায় লকডাউন সিঁথিল হলেও আবার মহারাষ্ট্রে শুরু হয়েছে কোভিদ এর দ্বিতীয় ঢেউ। নতুন করে আবারও ফের সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে করোনার থাবা বলিউড এ।  এবার কোভিদ পজিটিভ রিপোর্ট আমির খান এর। আপাতত বাড়িতেই সেল্ফ কোয়ারান্টিন এ আছেন অভিনেতা আমির খান। দুদিন  আগেই কার্তিক আরিয়ান এর  কোভিদ রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছিলেন তিনি নিজেই।

"ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, কি সিদ্ধান্ত নিলো নবান্ন?"

Image
"ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, কি সিদ্ধান্ত নিলো নবান্ন?" বেঙ্গল টাইম ডিজিটাল ডেস্ক:- প্রায় ১ বছর আগে দেশে পৃথম করোনা আক্রান্ত ব্যক্তি ধরা পড়েছিলো। তারপর থেকেই করোনা ভাইরাস এর প্রকোপ বাড়ায় দেশ জুড়ে লকডাউন জারি করেছিল সরকার। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতেই দেশে আনলক এর প্রতিক্রিয়া শুরু হয়েছিলো।    এবার রাজ্যে করোনা গ্রাফ আবারও উর্ধমুখী, সরকার এর ধারণা, মানুষের অসাবধানতার জন্যই রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। আর কিছুদিন পরেই এ রাজ্যে শুরু হবে বিধানসভা ভোট। তাই ভোটের আগেই বেশ কিছু সিধান্ত নেওয়া হয়েছে নবান্ন থেকে। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার দের স্থ্যে ভিডিও কনফারেন্স করেন। সেখানে কোভিদ এর কথা মাথায় রেখে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে নবান্ন থেকে। ●রাস্তাঘাটে শারীরিক দূরত্ব ও মাস্ক বাধ্যতামূলক করতে হবে। ●সামাজিক কাজ, বিবাহ অনুষ্ঠান গুলো নিয়ম মেনে  হচ্ছে কিনা তা দেখতে হবে। ●রাজনৈতিক অনুষ্ঠান এর ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানার অনুরোধ করা হয়েছে। ●টিকাকরণ এর কাজ দ্রুত সারতে হবে। ● যেই সমস্ত জায়গায় কোভিদ পজি...

"অভিনেত্রী ঋত্বিকা সেন এর হাত ধরেই যাত্রা শুরু করলো নেভীরে ড্রেসেস"

Image
"অভিনেত্রী ঋত্বিকা সেন এর হাত ধরেই যাত্রা শুরু করলো নেভীরে ড্রেসেস" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- অভিনেত্রী ঋত্বিকা সেন এর হাত ধরেই যাত্রা শুরু করলো নেভীরে ড্রেসেস। ৮ই মার্চ নেভীরে ড্রেসেস এর যাত্রা শুরু হয়। এদিন অভিনেত্রী ঋত্বিকা সেন নিজ হাতে নেভীরে ড্রেসেস এর উদ্বোধন করেন। এই উদ্বোধনী  অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন দৃষ্টিকোণ ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট। উপিস্থিত ছিলেন দৃষ্টিকোণ ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট এর কর্তা সঞ্জয় ভট্টাচার্জি ও সৌমাভো ব্যানার্জি।  এদিন অভিনেত্রী ঋত্বিকা সেন জানান যে নেভীরে ড্রেসেস এর পোশাক সংকলন অনেকটাই আলাদা এবং খুব মিষ্টি মিষ্টি পোশাক সংকলন তারা সংগ্রহ করেছেন। তিনি সকল কে নেভীরে ড্রেসেস এ আস্তে বলেন। কিছুদিন আগেই তার নতুন ছবি 'মিসডকল' মুক্তি পেয়েছিল সেই ফিল্ম টি দর্শকরা  যেন দেখে সেই বার্তাও দিলেন এবং এই নেভীরে ড্রেসেস এর ব্র্যান্ড প্রমোশন এর জন্য যে দৃষ্টিকোণ ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট খুব ভালো মত করে কাজ করেছে সেটাও জানান অভিনেত্রী ঋত্বিকা সেন।