"রাজ্যে নির্বাচন শুরুর দুইদিন আগে বিভেদের রাজনীতির বিরুদ্ধে মুখর বাংলার শিল্পীরা"
"রাজ্যে নির্বাচন শুরুর দুইদিন আগে বিভেদের রাজনীতির বিরুদ্ধে মুখর বাংলার শিল্পীরা"
শুভ্রজ্যোতি চক্রবর্তী,বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:-টলিপাড়ার সাথে এবারের বিধানসভা নির্বাচনের যোগাযোগ সত্যিই চোখে পরার মত, বিশেষত অনেকেই যেখানে প্রত্যক্ষ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন শুরুর দুইদিন আগে টলিপাড়ার শিল্পীরা একযোগে পরিবেশন করলেন একটি মিউজিক ভিডিও, 'নিজেদের মতে নিজেদের গান'; যেখানে বিভেদ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মুখর হয়েছেন তাঁরা।
প্রতিবাদী এই মিউজিক ভিডিওটির প্রতিটি পরতে নিহিত রয়েছে বাংলার বৈচিত্র্য এবং বহুত্ববাদ। ঋদ্ধি সেন এবং ঋতব্রত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। ঋদ্ধি ও ঋতব্রতের সাথে সাথে এই ভিডিওতে অংশ নিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। গান গেয়েছেনও তাঁরাই। এছাড়াও অংশ নিয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরো অনেকেই।
সমগ্র ভিডিওটি জুড়ে রয়েছে বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রকাশিত গণপিটুনি, ধর্মের নামে হানাহানির মতো ঘটনা, টুকড়ে টুকড়ে গ্যাংয়ের অত্যাচারকাহিনী, এলজিবিটি কমিউনিটির অবস্থা সহ বিভিন্ন বিষয়। সুন্দরভাবে এবং যথোপযুক্ত উপমার ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে দেশের সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি। বাদ যায়নি বহুল বিতর্কিত এনআরসি-সিএএ এর মতো বিষয়ও। বাংলার বহুত্ববাদকে বোঝাতে দেখানো হয়েছে বইপাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাইনিজ কালী মন্দিরও। বেশিরভাগ অংশ বাংলা ভাষায় থাকলেও একটি অংশে গানটি সরে যায় ফৈজ-এর "হাম দেখেঙ্গে"-তে, যে অংশে এনআরসি-সিএএ বিরোধী প্রতিরোধের উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পরিচিত তারকাদের এই সমবেত পরিবেশন বিভেদের রাজনীতির বিরুদ্ধে একটি মনে রাখার মতো পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রচুর প্রশংসা পেয়েছে ভিডিওটি।
Comments
Post a Comment