"এবার করোনা আক্রান্ত আমির খান"
"এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আমির খান"
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- প্রায় ১বছর আগে করোনায় প্রকোপে থমকে গেছিল গোটা বিশ্ব, গোটা দেশ। জারি করা হয়েছিল লকডাউন। কিছু মাস আগে করোনা প্রকোপ কমায় লকডাউন সিঁথিল হলেও আবার মহারাষ্ট্রে শুরু হয়েছে কোভিদ এর দ্বিতীয় ঢেউ। নতুন করে আবারও ফের সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে করোনার থাবা বলিউড এ।
এবার কোভিদ পজিটিভ রিপোর্ট আমির খান এর। আপাতত বাড়িতেই সেল্ফ কোয়ারান্টিন এ আছেন অভিনেতা আমির খান। দুদিন আগেই কার্তিক আরিয়ান এর কোভিদ রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছিলেন তিনি নিজেই।
Comments
Post a Comment