"দোলের দিনেই দর্শক দের বড়ো উপহার দিলেন দেব"
"দোলের দিনেই দর্শক দের বড়ো উপহার দিলেন দেব"
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক- অনেক দিন ধরেই জোর কদমে চলছে এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও ধ্রুব ব্যানার্জির এর পরিচালনায় "গোলন্দাজ" ছবির শুটিং। যেখানে নাগেন্দ্রপ্রসাদ সর্বধিকারী এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেব কে। ছবির মুক্তির তারিক ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। ১৩ই অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব অভিনীত "গোলন্দাজ"।
আজ দোলের দিন এই সকলে কে গোলন্দাজ ছবির পোস্টার উপহার দিলেন দেব। এদিন ২৮ এ মার্চ মুক্তি পেলো গোলন্দাজ ছবির পোস্টার।ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে "গোলন্দাজ" ছবির পোস্টার।
Comments
Post a Comment