"হরোর স্টোরিস' এর পোস্টার শুট এ অলিভিয়া, রূপসা ও মৈনাক"
"হরোর স্টোরিস' এর পোস্টার এ অলিভিয়া, রূপসা ও মৈনাক"
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- মুকেশ পান্ডে এর প্রযোজোনায় ও সায়ন বাসু চৌধুরীর পরিচালনায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি 'হরোর স্টোরি'। সকলেই খুব আগ্রহী হয় উঠেছেন এই সিনেমা টির জন্য। তবে ছবি মুক্তির আগেই এই সিনেমাটির পোস্টার শুট হয় গেল। যেখানে উপস্থিত ছিলেন অলিভিয়া সরকার,রূপসা মুখ্যপাধ্যায় ,মৈনাক ব্যানার্জি সহ অনেকেই।
এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে অলিভিয়া সরকার , রূপসা মুখ্যপাধ্যায়, মৈনাক ব্যানার্জি, সুরজিৎ মাইতি, রশ্নি ঘোষ, প্রিয়াঙ্কা ব্যানার্জি, সাহেব হালদার ও সমৃদ্ধ চ্যাটার্জি।
Comments
Post a Comment