"ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, কি সিদ্ধান্ত নিলো নবান্ন?"
"ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, কি সিদ্ধান্ত নিলো নবান্ন?"
বেঙ্গল টাইম ডিজিটাল ডেস্ক:- প্রায় ১ বছর আগে দেশে পৃথম করোনা আক্রান্ত ব্যক্তি ধরা পড়েছিলো। তারপর থেকেই করোনা ভাইরাস এর প্রকোপ বাড়ায় দেশ জুড়ে লকডাউন জারি করেছিল সরকার। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতেই দেশে আনলক এর প্রতিক্রিয়া শুরু হয়েছিলো।
এবার রাজ্যে করোনা গ্রাফ আবারও উর্ধমুখী, সরকার এর ধারণা, মানুষের অসাবধানতার জন্যই রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। আর কিছুদিন পরেই এ রাজ্যে শুরু হবে বিধানসভা ভোট। তাই ভোটের আগেই বেশ কিছু সিধান্ত নেওয়া হয়েছে নবান্ন থেকে। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার দের স্থ্যে ভিডিও কনফারেন্স করেন। সেখানে কোভিদ এর কথা মাথায় রেখে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে নবান্ন থেকে।
●রাস্তাঘাটে শারীরিক দূরত্ব ও মাস্ক বাধ্যতামূলক করতে হবে।
●সামাজিক কাজ, বিবাহ অনুষ্ঠান গুলো নিয়ম মেনে হচ্ছে কিনা তা দেখতে হবে।
●রাজনৈতিক অনুষ্ঠান এর ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানার অনুরোধ করা হয়েছে।
●টিকাকরণ এর কাজ দ্রুত সারতে হবে।
● যেই সমস্ত জায়গায় কোভিদ পজিটিভ পাওয়া যাবে সেই সব জায়গা গুলি বেশি করে নজর রাখতে হবে
● এম্বুলেন্স পরিষেবা ২৪ ঘন্টা সচল রাখতে হবে।
● হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বেড রাখতে হবে।
Comments
Post a Comment