Posts

Showing posts from February, 2021

"শুধু বাস্তবে নয় , মিউজিক ভিডিও তেও একসাথে জুটি বাঁধলেন রৌনক-পৃথা"

Image
"শুধু বাস্তবে নয় , মিউজিক ভিডিও তেও একসাথে জুটি বাঁধলেন রৌনক-পৃথা" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- গত ১৮ তারিক তারিক মুক্তি পেয়েছিল এআরএসএস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নতুন মিউজিক ভিডিও 'হয়তো তোমারই জন্য'। এআরএসএস এন্টারটেইনমেন্ট এর নতুন মিউজিক ভিডিও 'হয়তো তোমারই জন্য' তে অভিনয় করেছে বাস্তব জুটি 'রৌনক-পৃথা'। এটি তাদের প্রথম একসঙ্গে কাজ। এই প্রথমবার তাদের একসঙ্গে দেখা গেছে এআরএসএস এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল এ। সকলেরই মন জয় করেছে তাদের নতুন মিউজিক ভিডিও ' হয়তো তোমারই জন্য'। প্রথম ৫ দিনে ১০০০ দর্শক এর সংখ্যা পার করেছে তাদের এই নতুন মিউজিক ভিডিও ' হয়তো তোমারই জন্য' বেঙ্গল টাইমস এর মুখোমুখি রৌনক ধর জানিয়েছেন তিনি খুবই আপ্লুত তার ভালোবাসার মানুষে পৃথা গুহ রয় এর সাথে এই কাজ টি করে। তিনি এটাও আমাদের জানিয়েছেন যে তিনি তার ভালোবাসার মানুষ পৃথার সাথে আগামী কাজ গুলো করার সিদ্ধান্ত নিয়েছে।    এবার দেখার বিষয়  তাদের এই নতুন মিউজিক ভিডিও আরো কত জনের মন জয় করতে পারে। এই মিউজিক ভিডিওর  ভিডিও পার্টনার 'dreamছবি' এবং সিনেমাটোগ্রাফ...

"ভালোবাসার গুরুত্ব বোঝাতেই মুক্তি পেলো'তোকে নিয়ে গল্প হোক' "

Image
"ভালোবাসার গুরুত্ব বোঝাতেই মুক্তি পেলো'তোকে নিয়ে গল্প হোক' " বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক :- গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর দিন মুক্তি পেলো  এআরএসএস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও রৌনক ধর এর পরিচালনায় মিউজিক ভিডিও 'তোকে নিয়ে গল্প হোক' ।   "গল্পটা বেশ কঠিন নয়, খুবই সহজভাবে বর্ননা করা, দুজন জুড়িদার আবির আর মৃণালিনী যাদের সম্পর্কে হয়ত ইতি টানা শুরু হয়ে গিয়েছিল কিন্তু সম্পর্ক যে এত সহজেই ভেঙ্গে যেতে পারে না , তাকে অন্ততঃ শেষ সুযোগ দেওয়াই যায় হয়ত পরিনতি পেয়ে যাওয়ার আশায়, সম্পর্ক বন্ধুত্ত্বের ই হক বা ভালবাসার, তারা বুঝিয়ে দিয়েছে যে সম্পর্কে কখনো হাল ছাড়তে নেই। ভালোবাসার মানুষ কে নিজের করে পেতে গেলে ভরসা আর প্রচেষ্টা সব সময় দরকার"। এই নিয়েই তাদের মিউজিক ভিডিওর গল্প।  এই মিউজিক ভিডিও তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে স্পন্দন চক্রবর্তী ও দেবলীনা ব্যানার্জি কে। গল্পটি লিখেছেন সায়ন্তনী নাগ । সিনেমাটোগ্রাফি করেছে সাগ্নিক চক্রবর্তী , শুভম গুপ্ত ও শ্রমনপ্রিয় মুখার্জি । এডিটিং এর দায়িত্বে ছিলেন শুভম গুপ্ত ।  এবার দেখা যাক 'তোকে ন...

"মুক্তি পেলো অঙ্কুশ- ঐন্দ্রিলা অভিনীত 'ম্যাজিক' "

Image
"মুক্তি পেলো অঙ্কুশ- ঐন্দ্রিলা অভিনীত 'ম্যাজিক' " বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:-   সুমন সেনগুপ্ত এর প্রযোজোনায় রাজা চন্দর পরিচালনায়  মুক্তি পেলো অঙ্কুশ -ঐন্দ্রলা অভিনীত বাংলা ছবি  'ম্যাজিক'।  ১২ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ম্যাজিক। প্রিমিয়ারে প্রায় সকলেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা , পায়েল সরকার, রাজা চন্দ ও আরো অনেকেই।    বাংলা চলচ্চিত্রে ম্যাজিক প্রচন্ড পরিমানেই সারা ফেলেছে সকল দর্শক দের মনে। অঙ্কুশ ঐন্দ্রিলার অনুরাগী রাও খুবই উম্মুখ ছিলেন এই ছবি নিয়ে। সকলেই বলছেন এই ম্যাজিক ছবি টা অন্য সিনেমার থেকে অনেকটাই আলাদা। এক বালক যার নাম ইন্দ্রজিৎ (অঙ্কুশ হাজরা) যিনি বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে ডুবে গেছিলেন। তবে তিনি খুব জাদু পছন্দ করেন। চাকরি সূত্রে তার অফিসে সে যখন কৃতি (ঐন্দ্রিলা সেন) এর প্রেমে পড়েন তখন তার জীবনে কিছু মায়াবি পরিবর্তন ঘটে। প্রেমে পড়ার পর ইন্দ্র বুঝতে পারে যে তার আগের জীবনে কৃতির সাথে কোনো সংযক ছিলো এবং ফিল্ম টি সেখান থেকেই পালা নেয়। এই নিয়েই এই 'ম্যাজিক ' ছবির গল্প। এই 'ম...

"মুক্তি পেল নতুন বাংলা ছবি প্রেম -টেম"

Image
"মুক্তি পেল নতুন বাংলা ছবি প্রেম -টেম" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:-  অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো বাংলা ছবি "প্রেম টেম"। ১২ই ফেব্রুয়ারি এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় এর পরিচালনায় মুক্তি পেলো বাংলা ছবি 'প্রেম -টেম'।     প্রেম টেম ছবিটি ইতিমধ্যেই সকলের মন কেড়েছে। "একটা কলেজ পড়ুয়া ছেলে সবে প্রথম বর্ষে পা রেখেছে। কলেজে যেতেই ইউনিয়নের ঝামেলা ও লড়াইয়ের মাঝে সে জড়িয়ে পড়ে। পরে সে নিজেকে দেখে যে সে দুটি মেয়ে রাজি আর আরশির সঙ্গে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়ে। এবার সে কাকে তার সঙ্গী হিসেবে বেছে নেবে?" এই নিয়েই ছবির গল্প। এই সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গেছে  সৌম্য মুখার্জি, সুস্মিতা চ্যাটার্জী ও সোয়েতা মিশ্র কে। এই সিনেমায় সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। এমন কি জল ফড়িং ২.০ তেও অনুপম রায় কে দেখা গেছে লাইভ কনসার্ট এ পারফর্ম করতে। এই সিনেমার বেশ কিছু অংশ শ্রীরামপুর কলেজে।

"সাড়ম্বরে পালিত হলো অভিনেত্রী পায়েল সরকার এর জন্মদিন"

Image
"সাড়ম্বরে পালিত হলো অভিনেত্রী পায়েল সরকার এর জন্মদিন"    বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক -  আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি রাজা চন্দর পরিচালনায় পায়েল সরকার এর অভিনীত ছবি 'ম্যাজিক'। কিন্তু তার আগেই বড়সড় চমক দিলেন অভিনেত্রী। ১০ই ফেব্রুয়ারি অভিনেত্রী পায়েল সরকার তার জন্মদিন পালন করেন তার নিজের বাড়িতেই। সেখানে শুধু পায়েল সরকার নিজে উপস্থিত ছিলাম না সঙ্গে তার অনুরাগীরাও উপস্থিত ছিলেন। এদিন পায়েল সরকার তার অনুরাগীদের কাছ থেকে প্রচুর কেক ও পেলেন। শুধু তাই নয় একসঙ্গে ৪টে কেক কেটে তিনি সবার সাথে ভাগ ও করে নিলেন। এদিন উপস্থিত ছিলো তার ফ্যান ক্লাব এর সদস্যরাও। ফ্যান ক্লাব এর পক্ষ থেকে পায়েল সরকার কে তার নিজের একটা পেইন্টিং ও গিফ্ট করেন তার ফ্যান ক্লাব এর সদস্যরা। পেইন্টিং টা নিজে হাত এ বানিয়েছেন প্রীতম ব্যানার্জি যাকে সকলেই বং পিকাসো নামে চেনেন।  এদিন সকাল থেকেই পায়েল সরকার নিজের জন্মদিন পালন করছেন। দুপুরে তার মা ও বাবা কে নিয়েও লাঞ্চ এ যান তিনি। সন্ধে বেলায় তার কাছের মানুষদের সাথেও বেরোনোর প্ল্যান করেন তিনি। এতো ক...

"১২ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অঙ্কুশ -ঐন্দ্রিলার নতুন ছবি ম্যাজিক"

Image
"১২ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অঙ্কুশ -ঐন্দ্রিলার নতুন ছবি ম্যাজিক" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক :- লকডাউন এর আগে থাকতেই শুরু হয়গেছিলো ম্যাজিক ছবির পরিকল্পনা। লকডাউন এর পর যখন সব আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো তখন সেই মুহূর্তেই শুরু হয়েছিলো শুটিং। ধীরে ধীরে মুক্তি পেলো 'ম্যাজিক' ছবির পোস্টার। শুধু পোস্টার নয় কিছুদিন আগেই 'ম্যাজিক' ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অনেকটা শারা ফেলে দিয়েছিলো সবার মনে।   'ম্যাজিক' এর পোস্টার নয় শুধু ট্রেলার , গান সব কিছুই আকর্ষণ করেছে দর্শক দের। অবশেষে অপেক্ষার অবসান  ঘটিয়ে১২ই ফেব্রুয়ারি সুমন সেনগুপ্তর প্রযোজনায় ও রাজা চন্দ এর পরিচালনায় মুক্তি পাচ্ছে অঙ্কুশ- ঐন্দ্রিলা অভিনীত ছবি 'ম্যাজিক'। অঙ্কুশ ঐন্দ্রিলার সাথে সাথে এখানে অভিনয় করতে দেখা গেছে পায়েল সরকার কেও। ছবিটির গান গেয়েছেন অনুপম রায় । এবার দেখা যাক ছবিটি কতটা মানুষের মন জয় করতে পারে।