"শুধু বাস্তবে নয় , মিউজিক ভিডিও তেও একসাথে জুটি বাঁধলেন রৌনক-পৃথা"
"শুধু বাস্তবে নয় , মিউজিক ভিডিও তেও একসাথে জুটি বাঁধলেন রৌনক-পৃথা" বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- গত ১৮ তারিক তারিক মুক্তি পেয়েছিল এআরএসএস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নতুন মিউজিক ভিডিও 'হয়তো তোমারই জন্য'। এআরএসএস এন্টারটেইনমেন্ট এর নতুন মিউজিক ভিডিও 'হয়তো তোমারই জন্য' তে অভিনয় করেছে বাস্তব জুটি 'রৌনক-পৃথা'। এটি তাদের প্রথম একসঙ্গে কাজ। এই প্রথমবার তাদের একসঙ্গে দেখা গেছে এআরএসএস এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল এ। সকলেরই মন জয় করেছে তাদের নতুন মিউজিক ভিডিও ' হয়তো তোমারই জন্য'। প্রথম ৫ দিনে ১০০০ দর্শক এর সংখ্যা পার করেছে তাদের এই নতুন মিউজিক ভিডিও ' হয়তো তোমারই জন্য' বেঙ্গল টাইমস এর মুখোমুখি রৌনক ধর জানিয়েছেন তিনি খুবই আপ্লুত তার ভালোবাসার মানুষে পৃথা গুহ রয় এর সাথে এই কাজ টি করে। তিনি এটাও আমাদের জানিয়েছেন যে তিনি তার ভালোবাসার মানুষ পৃথার সাথে আগামী কাজ গুলো করার সিদ্ধান্ত নিয়েছে। এবার দেখার বিষয় তাদের এই নতুন মিউজিক ভিডিও আরো কত জনের মন জয় করতে পারে। এই মিউজিক ভিডিওর ভিডিও পার্টনার 'dreamছবি' এবং সিনেমাটোগ্রাফ...