"মুক্তি পেলো অঙ্কুশ- ঐন্দ্রিলা অভিনীত 'ম্যাজিক' "
"মুক্তি পেলো অঙ্কুশ- ঐন্দ্রিলা অভিনীত 'ম্যাজিক' "
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- সুমন সেনগুপ্ত এর প্রযোজোনায় রাজা চন্দর পরিচালনায় মুক্তি পেলো অঙ্কুশ -ঐন্দ্রলা অভিনীত বাংলা ছবি
'ম্যাজিক'। ১২ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ম্যাজিক। প্রিমিয়ারে প্রায় সকলেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা , পায়েল সরকার, রাজা চন্দ ও আরো অনেকেই।
বাংলা চলচ্চিত্রে ম্যাজিক প্রচন্ড পরিমানেই সারা ফেলেছে সকল দর্শক দের মনে। অঙ্কুশ ঐন্দ্রিলার অনুরাগী রাও খুবই উম্মুখ ছিলেন এই ছবি নিয়ে।
সকলেই বলছেন এই ম্যাজিক ছবি টা অন্য সিনেমার থেকে অনেকটাই আলাদা। এক বালক যার নাম ইন্দ্রজিৎ (অঙ্কুশ হাজরা) যিনি বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে ডুবে গেছিলেন। তবে তিনি খুব জাদু পছন্দ করেন। চাকরি সূত্রে তার অফিসে সে যখন কৃতি (ঐন্দ্রিলা সেন) এর প্রেমে পড়েন তখন তার জীবনে কিছু মায়াবি পরিবর্তন ঘটে। প্রেমে পড়ার পর ইন্দ্র বুঝতে পারে যে তার আগের জীবনে কৃতির সাথে কোনো সংযক ছিলো এবং ফিল্ম টি সেখান থেকেই পালা নেয়। এই নিয়েই এই 'ম্যাজিক ' ছবির গল্প। এই 'ম্যাজিক' সিনেমায় সংগীত পরিবেশনা করেছেন
ডাব্বু এবং গান গেয়েছে অনুপম রায় , সমলতা আচার্য্য।
কেন এই ছবিটি সকল কে আকর্ষিত করেছে তা জানতে হলে দেখতে হবে ম্যাজিক।
Comments
Post a Comment