"১২ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অঙ্কুশ -ঐন্দ্রিলার নতুন ছবি ম্যাজিক"
"১২ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অঙ্কুশ -ঐন্দ্রিলার নতুন ছবি ম্যাজিক"
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক :- লকডাউন এর আগে থাকতেই শুরু হয়গেছিলো ম্যাজিক ছবির পরিকল্পনা। লকডাউন এর পর যখন সব আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো তখন সেই মুহূর্তেই শুরু হয়েছিলো শুটিং। ধীরে ধীরে মুক্তি পেলো 'ম্যাজিক' ছবির পোস্টার। শুধু পোস্টার নয় কিছুদিন আগেই 'ম্যাজিক' ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অনেকটা শারা ফেলে দিয়েছিলো সবার মনে।
'ম্যাজিক' এর পোস্টার নয় শুধু ট্রেলার , গান সব কিছুই আকর্ষণ করেছে দর্শক দের। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে১২ই ফেব্রুয়ারি সুমন সেনগুপ্তর প্রযোজনায় ও রাজা চন্দ এর পরিচালনায় মুক্তি পাচ্ছে অঙ্কুশ- ঐন্দ্রিলা অভিনীত ছবি 'ম্যাজিক'। অঙ্কুশ ঐন্দ্রিলার সাথে সাথে এখানে অভিনয় করতে দেখা গেছে পায়েল সরকার কেও। ছবিটির গান গেয়েছেন অনুপম রায় । এবার দেখা যাক ছবিটি কতটা মানুষের মন জয় করতে পারে।
Comments
Post a Comment