"সাড়ম্বরে পালিত হলো অভিনেত্রী পায়েল সরকার এর জন্মদিন"
"সাড়ম্বরে পালিত হলো অভিনেত্রী পায়েল সরকার এর জন্মদিন"
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক- আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি রাজা চন্দর পরিচালনায় পায়েল সরকার এর অভিনীত ছবি 'ম্যাজিক'। কিন্তু তার আগেই বড়সড় চমক দিলেন অভিনেত্রী। ১০ই ফেব্রুয়ারি অভিনেত্রী পায়েল সরকার তার জন্মদিন পালন করেন তার নিজের বাড়িতেই। সেখানে শুধু পায়েল সরকার নিজে উপস্থিত ছিলাম না সঙ্গে তার অনুরাগীরাও উপস্থিত ছিলেন।
এদিন পায়েল সরকার তার অনুরাগীদের কাছ থেকে প্রচুর কেক ও পেলেন। শুধু তাই নয় একসঙ্গে ৪টে কেক কেটে তিনি সবার সাথে ভাগ ও করে নিলেন।
এদিন উপস্থিত ছিলো তার ফ্যান ক্লাব এর সদস্যরাও। ফ্যান ক্লাব এর পক্ষ থেকে পায়েল সরকার কে তার নিজের একটা পেইন্টিং ও গিফ্ট করেন তার ফ্যান ক্লাব এর সদস্যরা। পেইন্টিং টা নিজে হাত এ বানিয়েছেন প্রীতম ব্যানার্জি যাকে সকলেই বং পিকাসো নামে চেনেন।
এদিন সকাল থেকেই পায়েল সরকার নিজের জন্মদিন পালন করছেন। দুপুরে তার মা ও বাবা কে নিয়েও লাঞ্চ এ যান তিনি। সন্ধে বেলায় তার কাছের মানুষদের সাথেও বেরোনোর প্ল্যান করেন তিনি। এতো কিছু ব্যস্ততার মধ্যেও পায়েল সরকার তার অনুরাগী দের জন্য সময় বের করে তাদের সাথে তার জন্মদিন এর কিছু মুহূর্ত ভাগ করে নেন।
পায়েল সরকার জানান যে তার ইচ্ছা একটাই যেন সকলেই এই করোনা পরিস্তিতির মধ্যেও যেন ভালো থাকে।
Comments
Post a Comment