"মুক্তি পেল নতুন বাংলা ছবি প্রেম -টেম"
"মুক্তি পেল নতুন বাংলা ছবি প্রেম -টেম"
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো বাংলা ছবি "প্রেম টেম"। ১২ই ফেব্রুয়ারি এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় এর পরিচালনায় মুক্তি পেলো বাংলা ছবি 'প্রেম -টেম'।
প্রেম টেম ছবিটি ইতিমধ্যেই সকলের মন কেড়েছে। "একটা কলেজ পড়ুয়া ছেলে সবে প্রথম বর্ষে পা রেখেছে। কলেজে যেতেই ইউনিয়নের ঝামেলা ও লড়াইয়ের মাঝে সে জড়িয়ে পড়ে। পরে সে নিজেকে দেখে যে সে দুটি মেয়ে রাজি আর আরশির সঙ্গে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়ে। এবার সে কাকে তার সঙ্গী হিসেবে বেছে নেবে?" এই নিয়েই ছবির গল্প। এই সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গেছে সৌম্য মুখার্জি, সুস্মিতা চ্যাটার্জী ও সোয়েতা মিশ্র কে। এই সিনেমায় সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। এমন কি জল ফড়িং ২.০ তেও অনুপম রায় কে দেখা গেছে লাইভ কনসার্ট এ পারফর্ম করতে।
এই সিনেমার বেশ কিছু অংশ শ্রীরামপুর কলেজে।
Comments
Post a Comment