"ভালোবাসার গুরুত্ব বোঝাতেই মুক্তি পেলো'তোকে নিয়ে গল্প হোক' "
"ভালোবাসার গুরুত্ব বোঝাতেই মুক্তি পেলো'তোকে নিয়ে গল্প হোক' "
বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর দিন মুক্তি পেলো
এআরএসএস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও রৌনক ধর এর পরিচালনায় মিউজিক ভিডিও 'তোকে নিয়ে গল্প হোক'।
"গল্পটা বেশ কঠিন নয়, খুবই সহজভাবে বর্ননা করা, দুজন জুড়িদার আবির আর মৃণালিনী যাদের সম্পর্কে হয়ত ইতি টানা শুরু হয়ে গিয়েছিল কিন্তু সম্পর্ক যে এত সহজেই ভেঙ্গে যেতে পারে না , তাকে অন্ততঃ শেষ সুযোগ দেওয়াই যায় হয়ত পরিনতি পেয়ে যাওয়ার আশায়,
সম্পর্ক বন্ধুত্ত্বের ই হক বা ভালবাসার, তারা বুঝিয়ে দিয়েছে যে সম্পর্কে কখনো হাল ছাড়তে নেই। ভালোবাসার মানুষ কে নিজের করে পেতে গেলে ভরসা আর প্রচেষ্টা সব সময় দরকার"। এই নিয়েই তাদের মিউজিক ভিডিওর গল্প।
এই মিউজিক ভিডিও তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে স্পন্দন চক্রবর্তী ও দেবলীনা ব্যানার্জি কে। গল্পটি লিখেছেন সায়ন্তনী নাগ। সিনেমাটোগ্রাফি করেছে সাগ্নিক চক্রবর্তী , শুভম গুপ্ত ও শ্রমনপ্রিয় মুখার্জি। এডিটিং এর দায়িত্বে ছিলেন শুভম গুপ্ত।
এবার দেখা যাক 'তোকে নিয়ে গল্প হোক' কতজনের মন জয় করতে পারে।
Comments
Post a Comment