Posts

Showing posts from April, 2021

"রবিবার অব্দি বন্ধ শহরের একাধিক বড় বাজার"

Image
"রবিবার অব্দি বন্ধ শহরের একাধিক বড় বাজার"   রৌনক ধর ,কলকাতা(২৯শে এপ্রিল, ২০২১) -  প্রায় প্রত্যেক দিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজ্যে করোনা সংক্রমণ এর চেন ভাঙতে রবিবার পর্যন্ত শহরের একাদিক বড়ো বাজার বন্ধ রাখার  সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ ট্রেড অ্যাসোসিয়েশন।  রাজ্যে যেভাবে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে তা ইতিমধ্যেই সকলকে চিন্তিত করে তুলেছে। তাই এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বড়ো পদক্ষেপ ট্রেড অ্যাসোসিয়েশন এর। বৃহস্পতিবার থেকে আগামী চারদিন বন্ধ থাকছে চাঁদনী চক, প্রিন্সপ ঘাট,ক্যানিং স্ট্রিট, ম্যাংগো লেন সহ শহরের বেশ কিছু বাজার বন্ধ থাকতে চলেছে।

"পরিচালক সপ্তাশ্ব বসুর শর্ট ফিল্ম ' আনবক্সড' , জুটি বাঁধছেন মাহি- রণজয়"

Image
"পরিচালক সপ্তাশ্ব বসুর শর্ট ফিল্ম ' আনবক্সড' , জুটি বাঁধছেন মাহি- রণজয়" রৌনক ধর, কলকাতা- পরিচালক সপ্তাশ্ব বসুর বিভিন্ন রকম গল্প তার সিনেমার মাধ্যমে তুলে ধরার যে চেষ্টা তার সাক্ষী হয়েছে প্রায় সকলেই। নেটওয়ার্ক , প্রতিদ্বন্দ্বী এর পর এবার তার আরও এক নতুন গল্প তিনি বলতে চলেছেন তার নতুন শর্টফিল্ম 'আনবক্সড' এর মাধ্যমে। তার পরবর্তি চবি 'জতুগৃহ' এর পাশাপাশি এই শর্টফিল্ম করার কথাও ভেবেছেন। শুধু যে ভেবেছেন তা নয়, তিনি কাজেও করে দেখিয়েছেন। নতুন ফ্ল্যাট এ সংসার করতে চাওয়া এক দম্পতির জীবন নাটকীয়ভাবে বদলে যাওয়ার গল্পই বলতে চেয়েছে তার নতুন শর্টফিল্ম ' আনবক্সড'। সিনেমাটি দেখা যাবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এ।  এই শর্টফিল্ম এ একসাথে প্রথমবার জুটি বেঁধেছেন মাহি কর ও রণজয় বিষ্ণু। এ ছাড়াও অভিনয় করেছেন রাহুল রায় এবং অক্ষয় কাপুর।

"বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রোপতন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কবি শঙ্খ ঘোষের"

Image
"বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রোপতন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কবি শঙ্খ ঘোষের" রৌনক ধর:- "বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রোপতন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কবি শঙ্খ ঘোষের"। ইদানিং কোভিদ এর দ্বিতীয় ঢেউ কড়া নেড়েছে রাজ্যের দরবারে, প্রত্যেক দিনই অনেকে আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাস এ।   বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতোম কবি শঙ্খ ঘোষ ১২ই এপ্রিল থেকে সর্দি কাশি তে ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। করোনা পজিটিভ এ ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। আজ করোনা ভাইরাস পতন ঘটালো কবি শঙ্খ ঘোষের। আজ সকালে বাড়িতে মৃত্যু ঘটে কবি শঙ্খ ঘোষের।  এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কবি শঙ্খ ঘোষ যেহুতু গান স্যালুট পছন্দ করেননা সেই কারণে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েই কবি শঙ্খ ঘোষ কে শেষ শ্রদ্ধা জানানো হবে। 

"সাড়ম্বরে মুক্তি পেলো পরিচালক সপ্তাস্ব বসুর নতুন ছবি 'জতুগৃহ' ছবির ফার্স্ট লুক"

Image
"সাড়ম্বরে মুক্তি পেলো পরিচালক সপ্তাস্ব বসুর নতুন ছবি 'জতুগৃহ' ছবির ফার্স্ট লুক" দা বেঙ্গল টাইমস্ ডিজিটাল ডেস্ক:-   " সাড়ম্বরে মুক্তি পেলো পরিচালক সপ্তাস্ব বসুর নতুন ছবি 'জতুগৃহ' ছবির ফার্স্ট লুক"। পোস্টারটি দেখেই মানুষের মনে জাগবে এক অজানা সাসপেন্স। পোস্টারটিতে আমরা দেখতে পাবো বনি সেনগুপ্তকে।  সিনেমায় প্রধান ভূমিকায় আছেন তিনিই। তার সঙ্গে নায়িকার ভূমিকায় আছেন অনামিকা চক্রবর্তী। রক্তিম চ্যাটার্জির প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে শীঘ্রই। কলকাতার ছেলে রেহান পাহাড়ে গিয়ে নিজের বন্ধুর 'ঠিকানা' নাম এর হোটেলে ম্যানেজারের কাজ করতে যায়। সেখানে এক স্থানীয় মেয়েকে তার পছন্দ হয় যে একলা থাকতে ভালোবাসে একটি ম্যানর এ। জায়গাটা ভূতুড়ে বলেই সবাই জানে। রেহান কি পারবে অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে ফিরিয়ে আনতে নিজের প্রেম? না সেও হারিয়ে যাবে?  সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক।  সিনেমাটির আবহসঙ্গীতের কাজ করেছেন ডাব্বু। তপসিয়ার গ্রিড নামক রেস্টুরেন্টে প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রধান অভিনেতারা সবাই জড়ো হয়েছিলেন ফার্স্ট লু...

"দর্শক দের নজর কাড়লো গোলন্দাজ এর টিসার"

Image
"দর্শক দের নজর কাড়লো গোলন্দাজ এর টিসার" শিঞ্জিনি ঘোষ,(কলকাতা)   দা বেঙ্গল টাইমস্ ডিজিটাল ডেস্ক :-  অবশেষে সকলের দৃষ্টি আকর্ষন করলো গোলন্দাজ সিনেমাটির টিসার। গতকাল  এসভিএফ একটি ইভেন্ট এ, অবশেষে  বহুল প্রতীক্ষিত তাদের পরবর্তী ছবি 'গোলন্দাজ'' সিনেমাটির  টিসার লঞ্চ করেছিলেন। এই সিনেমাটি খ্যাতিমান  নাগেন্দ্র প্রসাদ সর্বধিকারী জীবন অবলম্বনে এক ঐতিহাসিক কল্পকাহিনী যা ভারতীয় ফুটবলের পরিচয় দিতে চলেছে। এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় দেব অভিনীত গোলন্দাজ ছবিটির পরিচালনা করতে দেখা গেছে ধ্রুব ব্যানার্জি কে। কিছুদিন আগেই যখন পোস্টার মুক্তি পেয়েছিল সেই সময় তেও দর্শক দের দৃষ্টি আকর্ষণ হয়েছিল। সকলেই এই ছবিটির টিসার এর অপেক্ষায় ছিলেন। গোলন্দাজের গর্বিত-যোগ্য উপহারের কাস্টে শিল্পের সেরা প্রতিভা অন্তর্ভুক্ত রয়েছে - যথা দেব, জন ভট্টাচাৰ্য, অনির্বান ভট্টাচার্য, ঈষা সাহা, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাশিষ রায়, আর জে অগ্নি, জয়দেব মুখোপাধ্যায় প্রমুখ। এই ১ মিনিট ০৫ সেকেন্ড এর টিসার শুধুমাত্র যে পর্যায়ক্রমিক নাটকের মহিমা চিহ্নিত করেছে তা নয় বরং উপরে বর্ণিত থে...

"দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল 'র‌্যাপিডলায়ন' লক্ষীর ছেলের নির্বাচন"

Image
''দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল 'র‌্যাপিডলায়ন ২০২১ এ 'লক্ষীর ছেলের' নির্বাচন" দা বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:- চলচ্চিত্রের শিল্পগুলি টিকে থাকার জন্য প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই কোভিদ ১৯ এর যুগে। ২০২০ সালে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন দেখেছি বিনা সন্দেহে।  বিনোদন বৃত্তকলা গুলি বিশাল ক্ষতির মুখোমুখি হচ্ছে। একাধিক সিনেমা অপেক্ষা করছে বড়ো পর্দায় মুক্তির জন্য। তার মধ্যে 'লক্ষীর ছেলে' হলো অন্যতম।কৌশিক গাঙ্গুলি পরিচালিত এবং উইন্ডোজ প্রোডাকশন প্রযোজনায় ' লক্ষীর ছেলে' ২০২০ সালে মুক্তি পেতে প্রস্তুত ছিলো কিন্তু মহামারীর প্রকোপের জন্য সেটা সম্ভব হয় ওঠেনি। কিন্তু এখন সকল সিনেমা প্রেমিক দের জন্য সুখবর এটাই যে "দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল 'র‌্যাপিডলায়ন' ২০২১ এ 'লক্ষীর ছেলে' নির্বাচিত হয়েছে  স্ক্রিনিং এর জন্য। ২০১৫ সালে র‌্যাপিডলায়ানটি হিস্টোরিক মার্কেট থিয়েটারে চালু হয়েছিল, এবং প্রত্যেক বছর এটি অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের একমাত্র চলচ্চিত্র উত্সব যা ফিচার ফিল্মগুলিতে বিশেষ দৃষ্...

"উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ' বাবা বেবি ও' সিনেমাটির শুটিং সমপন্ন করলেন অভিনেতা যীশু সেনগুপ্ত"

Image
"উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ' বাবা বেবি ও' সিনেমাটির শুটিং সমপন্ন করলেন অভিনেতা যীশু সেনগুপ্ত" দা বেঙ্গল টাইমস ডিজিটাল ডেস্ক:-  এই কোভিদ-১৯ এর যুগে ভারতীয় চলচ্চিত্র শিল্পটি মুখ থুবড়ে পড়েছে এবং এখনও তারা পরিস্তিতির সাথে সামাল দেওয়ার চেষ্টা করে চলছে ভারতীয় চলচ্চিত্র।    এই পরিস্থিতি তে 'THE GAME CHANGER OF THE INDUSTRY- WINDOWS PRODUCTION HOUSE' আবারও নতুন করে ময়দানে খেলার জন্য নেমে পড়েছে এবং সমস্ত কার্যকর সতর্কতা সহ, তারা তাদের আসন্ন প্রকল্প যীশু সেনগুপ্ত ও সোলঙ্কি রায় অভিনীত অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত “বাবা বেবি ও” সিনেমাটির শুটিং সম্পন্ন করেছে।  গল্পটি প্রায় ৪০ বছরের কাছাকাছি ঘোড়ারফেরা করে যে একটি বয়স্ক লোক যিনি সারোগেসির মাধ্যমে যমজ ছেলের বাবা হন এবং তিনি কিভাবে একটি মেয়ের প্রেমে পড়ে যান সেই নিয়েই এই গল্প।   'বাবা বেবি ও' সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২১সে মার্চ ২০২১ এবং এই ২০২১ এর ৯ই এপ্রিল এই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। শুটিং এর শেষ দিনে অভিনেত্রী সোলঙ্কি রায় বেশ আবেগপ্রবণ হয়ে উঠলেন এবং বললেন, “ছবিটির শুটিং করার স...