"রবিবার অব্দি বন্ধ শহরের একাধিক বড় বাজার"
"রবিবার অব্দি বন্ধ শহরের একাধিক বড় বাজার"
রৌনক ধর ,কলকাতা(২৯শে এপ্রিল, ২০২১) - প্রায় প্রত্যেক দিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজ্যে করোনা সংক্রমণ এর চেন ভাঙতে রবিবার পর্যন্ত শহরের একাদিক বড়ো বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ ট্রেড অ্যাসোসিয়েশন।
রাজ্যে যেভাবে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে তা ইতিমধ্যেই সকলকে চিন্তিত করে তুলেছে। তাই এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বড়ো পদক্ষেপ ট্রেড অ্যাসোসিয়েশন এর। বৃহস্পতিবার থেকে আগামী চারদিন বন্ধ থাকছে চাঁদনী চক, প্রিন্সপ ঘাট,ক্যানিং স্ট্রিট, ম্যাংগো লেন সহ শহরের বেশ কিছু বাজার বন্ধ থাকতে চলেছে।
Comments
Post a Comment