"বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রোপতন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কবি শঙ্খ ঘোষের"
"বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রোপতন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কবি শঙ্খ ঘোষের"
রৌনক ধর:- "বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রোপতন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কবি শঙ্খ ঘোষের"। ইদানিং কোভিদ এর দ্বিতীয় ঢেউ কড়া নেড়েছে রাজ্যের দরবারে, প্রত্যেক দিনই অনেকে আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাস এ।
বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতোম কবি শঙ্খ ঘোষ ১২ই এপ্রিল থেকে সর্দি কাশি তে ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। করোনা পজিটিভ এ ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। আজ করোনা ভাইরাস পতন ঘটালো কবি শঙ্খ ঘোষের। আজ সকালে বাড়িতে মৃত্যু ঘটে কবি শঙ্খ ঘোষের।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কবি শঙ্খ ঘোষ যেহুতু গান স্যালুট পছন্দ করেননা সেই কারণে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েই কবি শঙ্খ ঘোষ কে শেষ শ্রদ্ধা জানানো হবে।
Comments
Post a Comment