"পরিচালক সপ্তাশ্ব বসুর শর্ট ফিল্ম ' আনবক্সড' , জুটি বাঁধছেন মাহি- রণজয়"
"পরিচালক সপ্তাশ্ব বসুর শর্ট ফিল্ম ' আনবক্সড' , জুটি বাঁধছেন মাহি- রণজয়"
রৌনক ধর, কলকাতা- পরিচালক সপ্তাশ্ব বসুর বিভিন্ন রকম গল্প তার সিনেমার মাধ্যমে তুলে ধরার যে চেষ্টা তার সাক্ষী হয়েছে প্রায় সকলেই। নেটওয়ার্ক , প্রতিদ্বন্দ্বী এর পর এবার তার আরও এক নতুন গল্প তিনি বলতে চলেছেন তার নতুন শর্টফিল্ম 'আনবক্সড' এর মাধ্যমে। তার পরবর্তি চবি 'জতুগৃহ' এর পাশাপাশি এই শর্টফিল্ম করার কথাও ভেবেছেন।
শুধু যে ভেবেছেন তা নয়, তিনি কাজেও করে দেখিয়েছেন। নতুন ফ্ল্যাট এ সংসার করতে চাওয়া এক দম্পতির জীবন নাটকীয়ভাবে বদলে যাওয়ার গল্পই বলতে চেয়েছে তার নতুন শর্টফিল্ম ' আনবক্সড'। সিনেমাটি দেখা যাবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এ।
এই শর্টফিল্ম এ একসাথে প্রথমবার জুটি বেঁধেছেন মাহি কর ও রণজয় বিষ্ণু। এ ছাড়াও অভিনয় করেছেন রাহুল রায় এবং অক্ষয় কাপুর।
Comments
Post a Comment