"দর্শক দের নজর কাড়লো গোলন্দাজ এর টিসার"
"দর্শক দের নজর কাড়লো গোলন্দাজ এর টিসার"
শিঞ্জিনি ঘোষ,(কলকাতা)
দা বেঙ্গল টাইমস্ ডিজিটাল ডেস্ক:- অবশেষে সকলের দৃষ্টি আকর্ষন করলো গোলন্দাজ সিনেমাটির টিসার। গতকাল এসভিএফ একটি ইভেন্ট এ, অবশেষে বহুল প্রতীক্ষিত তাদের পরবর্তী ছবি 'গোলন্দাজ'' সিনেমাটির টিসার লঞ্চ করেছিলেন। এই সিনেমাটি খ্যাতিমান নাগেন্দ্র প্রসাদ সর্বধিকারী জীবন অবলম্বনে এক ঐতিহাসিক কল্পকাহিনী যা ভারতীয় ফুটবলের পরিচয় দিতে চলেছে।
এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় দেব অভিনীত গোলন্দাজ ছবিটির পরিচালনা করতে দেখা গেছে ধ্রুব ব্যানার্জি কে। কিছুদিন আগেই যখন পোস্টার মুক্তি পেয়েছিল সেই সময় তেও দর্শক দের দৃষ্টি আকর্ষণ হয়েছিল। সকলেই এই ছবিটির টিসার এর অপেক্ষায় ছিলেন।
গোলন্দাজের গর্বিত-যোগ্য উপহারের কাস্টে শিল্পের সেরা প্রতিভা অন্তর্ভুক্ত রয়েছে - যথা দেব, জন ভট্টাচাৰ্য, অনির্বান ভট্টাচার্য, ঈষা সাহা, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাশিষ রায়, আর জে অগ্নি, জয়দেব মুখোপাধ্যায় প্রমুখ। এই ১ মিনিট ০৫ সেকেন্ড এর টিসার শুধুমাত্র যে পর্যায়ক্রমিক নাটকের মহিমা চিহ্নিত করেছে তা নয় বরং উপরে বর্ণিত থেকে শক্তিশালী অভিনয়ের জন্য প্রতিশ্রুতি দেয় এই গোলন্দাজ সিনেমাটি।
গোলন্দাজ সিনেমাটির পরিচালক ধ্রুব ব্যানার্জি বলেছেন " গোলন্দাজ একটি আবেগের প্রকল্প, এতে জড়িত আছে অসংখ্য মানুষের অবদান! পুরো দলটি এটি তৈরি করতে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। এই প্রথম বাঙালি দর্শক রা একটি স্পোর্টস পর্যায়ক্রমিক নাটকটি অনুভব করবেন এত বড় স্কেলে। আমি আশা করি মানুষ এই ফিল্মটি দেখে নাগেন্দ্র প্রসাদ সর্বধিকারী এবং তার চরিত্রর উপর সচেতন হবেন। আমি দর্শক দের কে অনেক ধণ্যবাদ জানাই এই ছবিটিকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহী দেখানোর জন্য। আমি আশা করি টিসার টি সকলের পছন্দ হবে"।
সাংসদ ও অভিনেতা দেব বলেছেন " এই ফিল্ম বিশাল। এটি মানুষের হৃদয় সবসময় থেকে যাবে। আমি ধ্রুব ব্যানার্জি এবং এসভিএফ উভয়কেই এই জাতীয় একটি চলচ্চিত্র তৈরির বিষয়ে চিন্তাভাবনা করার জন্য ধন্যবাদ জানাই। আমি নাগেন্দ্র প্রাসাদ সর্বধিকারী এর চরিত্রে অভিনয় করতে পারার সুযোগ পেয়ে খুবই কৃতজ্ঞ। গোলন্দাজ আজীবন আমার কাছে একটি স্বরণীয় প্রকল্প হিসাবে থেকে যাবে"।
Comments
Post a Comment