"পুজোর মরশুমে প্রথম প্রেম 'City of Love' "
"পুজোর মরশুমে প্রথম প্রেম 'City of Love' "
The bengal times news - এই দুর্গা পুজোর মরশুমে আমাদের ছোটবেলার প্রথম প্রেমের গল্প গুলোকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরছে ASR Official ইউটিউব চ্যানেল। একটা আস্ত ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছে তারা, নাম "City Of Love"। এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপ্রভাত মন্ডল, ঈশিতা এবং মোহিনী সরকার। এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে সৌম্য চ্যাটার্জি, সুমন দলুই, সায়ন দে এবং অন্যান্যদের।
পরিচালক আকাশ পাল আমাদের ছোটবেলার সেই সকল স্মৃতি গুলোকে যেন আমার নতুন করে প্রাণ এনে দিচ্ছে। কাজ টির সহযোগী পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীমন্ত চক্রবর্তী। ওয়েব সিরিজটি তে মোট ৪ টি এপিসোড রয়েছে। কাজটির ডিওপি এবং এডিটর নীলাদ্রি সাহা। এছাড়াও এই ওয়েব সিরিজে বিশেষ করে নজর কাড়বে এই সিরিজ গান গুলো। এই কাজে সঙ্গীত পরিচালনা করেছেন আলেখ্য সেনগুপ্ত। সিরিজের মোট ৪ টি গান রয়েছে যা গেয়েছেন রূপক তিয়ারি, মৌসম মুখার্জী, আলেখ্য সেনগুপ্ত এবং বোধায়ন পাল। এর পাশাপাশি এই সিরিজের পাবলিসিটি ডিজাইনিং এর কাজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, যায় দায়িত্বে রয়েছেন অনির্বাণ দাস।
Comments
Post a Comment