"শুরু হয় গেলো 'এবার পুজোয় জমবে মজার' শুটিং "

"শুরু হয় গেলো 'এবার পুজোয় জমবে মজার' শুটিং "  

দা বেঙ্গল টাইমস নিউজ ডিজিটাল ডেস্ক -  শুরু হয় গেলো ' রৌনক ধর এর পরিচালনায়  'এবার পুজোয় জমবে মজার' শুটিং "  
গল্প টা মূলত ৪ বন্ধুকে নিয়ে | আমরা সবাই জানি যে যত আমাদের দায়িত্ব বাড়ে এবং ব্যস্ততা বাড়ে তখন আস্তে আস্তে বন্ধুরাও আলাদা হয় যায় এবং তারা আর আগের মতো সেই সময়  আর কাটাতে পারেনা | সামনেই পুজো কিন্তু ৪ বন্ধুর মধ্যে একজন কলকাতা শহরে নেই এবং সেই নিয়ে মন  খারাপ আকাশ মেঘ আর উজান | সকলেই ঝিনুক এর ফেরার অপেক্ষায় কারণ ৩ বছর হয় গেলো ঝিনুক এর দেখা নেই|
ঝিনুক কি সত্যি কলকাতায় ফিরবে এই বছরের পুজোয় আর মেঘ উজান আকাশ এর সাথে কি আগের মতো সময় কাটাতে পারবে?  
এই সিনেমায় অভিনয় করেছে নীলাদ্রি , সোহেলী তিথি ও সাগ্নিক| সিনেমাটোগ্রাফি এর দায়িত্বে ছিল শুভম গুপ্ত ও অভিজিৎ কুন্ডু |  

ছবির পরিচালক রৌনক ধর জানায় যে অক্টোবর মাসেই মুক্তি পাবে এই ছবিটি |

Comments

Popular posts from this blog

"Jodi Konodin" Touches Hearts with Tale of Love, Loss, and Reunion"

"If I had thought about the outcome at the very beginning, then when would I show my passion and dedication for the film!".

"BJP bengal ওয়াটসআপ গ্রুপে প্রাক্তন বিজেপি নেতা সুমন ঘোষ এর অশ্লীল ছবি"।