"ইস্কাবনের জন্য কলকাতায় মাওবাদী ??"
"ইস্কাবনের জন্য কলকাতায় মাওবাদী ??"
The Bengal Times News:- হাউস অফ সায়ন্তের প্রযোজনায় এবং রৌনক ধরের পরিচালনায় তৈরি হল কলকাতায় মাওবাদী। ইতিমধ্যে সবাই জেনে গেছে আগামী ১৭ই জুন মুক্তি পাচ্ছে সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী ও সঞ্জু অভিনীত ইস্কাবন। এই উপলক্ষ্যে হাউস অফ সায়ন্তনের এক প্রচেষ্টার নাম কলকাতায় মাওবাদী, অর্থাৎ ইস্কাবনের জন্য প্রোমোশনাল শর্টফিল্ম। এই শর্টফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, সায়নি বাগচী ও শ্রুতি নাথ। এবং অন্যান্য চরিত্রে দেখা গেছে সায়ন্তন চক্রবর্তী, রাহুল মন্ডল, স্পন্দন চক্রবর্তী, এবং দীপ্যমান সরকারকে। এই শর্টফিল্মের চিত্রগ্রাহক সাগ্নিক চক্রবর্তী ও সম্পাদনার দায়িত্বে ছিলেন শুভম গুপ্ত।
Comments
Post a Comment