১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জারেক এন্টারটেইনমেন্ট ও বনানী সাহার প্রযোজনায় নতুন মিউজিক ভিডিও " নিশি"
১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জারেক এন্টারটেইনমেন্ট ও বনানী সাহার প্রযোজনায় নতুন মিউজিক ভিডিও " নিশি"
Sweta Sengupta :- করোনা আবহে সবকিছুই যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ঠিক সেই মুহূর্তেই জারেক এন্টারটেইনমেন্টের হাত ধরে বনানী সাহার প্রযোজনায় এবং শিলাদিত্য মৌলিক এর নির্দেশনায় বিনোদন জগতে আসতে চলেছেন "নিশি". মিউজিক ভিডিওটির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী এনা সাহা এবং অভিনেতা রবি সাউ। গানের কথা লিখেছেন বিশাল রায় এবং সুর দিয়েছেন আশ কিং ও নিকিতা গান্ধী।
আগামী 14 ই ফেব্রুয়ারি বেলা 12 টায় জারেক এন্টারটেইনমেন্ট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে "নিশি". মিউজিক ভিডিওটির অফিশিয়াল পোস্টার সামনে আসতেই ইতিমধ্যে হইচই পড়ে গেছে বিনোদন জগতে। অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অগণিত দর্শক।
Comments
Post a Comment