"উৎসরিক দাসগুপ্তর প্রযোজনায় ও সঞ্জীব রায় এর পরিচালনায় ' হতে পারে না' "
"উৎসরিক দাসগুপ্তর প্রযোজনায় ও সঞ্জীব রায় এর পরিচালনায় ' হতে পারে না' "
রৌনক ধর : - বেশ কিছু দিন আগেই দুর্গা পুজোয়
৯ই অক্টোবর মুক্তি পেলো উৎসরিক দাসগুপ্তর প্রযোজনায় ও সঞ্জীব রায় এর পরিচালনায় ' হতে পারে না'।
পুজো মানেই প্রেম আর এই রকমেরই এর প্রেম মাতাল সকালে দেখা হয় রাহুল আর দিশার । প্রথম নজরে কেউ কাউকে খেয়াল না করলেও পরে খেয়াল করার পর কেউই আর চোখ ফেরাতে পারে না দুজন দুজনের দিন থেকে প্রথম আলাপ টা রাহুলের দিন থেকে হলেও দিশা তা ফিরিয়ে দিতে পারে না এমনকি দুজনে ধাক্কা খেয়ে দিশার ফোনটা মাটিতে পড়ে গেলেও রাগ করে না দিশা রাহুল ফোন টা তুলে দিয়ে চলতে থাকে নিজের মনে এক গোলও সাজাতে সাজাতে তাকেই অনুসরণ করে দিশা । কখন যেনো দুজনের ভাবনা মিলে যায় আর পাঁচটা প্রেমের মতোই রাহুলের দিশার বাড়ির সামনে অপেক্ষা করা এবং পেছন থেকে এসে দিশার রাহুল কে চমকে দেওয়া তারপর তাদের একসাথে চলতে থাকা । শুধু আর পাঁচটা প্রেমের গল্পের থেকে বেশি ছিলো ভালো বাসা ওরা দায়িত্ব বোধ সেটা রাহুলের দিশা কে গাড়ির থেকে বাঁচিয়ে একটা পাশে নিয়ে হাঁটাই হোক বা দিশার পা কেটে যাওয়ার পর তাকে বসিয়ে ওষুধ নিয়ে আসাই হোক । ঠিক এই ভাবেই দুজনের ভাবনা মিলে এক হয়ে যায় আর দুজনেই দুজনকে মুগ্ধতা ভোরে ডাকতে গেলে সেখানেও মিলে যায় তাদের ভাবনা , তাদের সময় ।ব্যাস তারপর আবার কি শুরু হয় এক নতুন প্রেমের কাহিনী ভাবনার নয় , সত্যি কারের এই রক্ত মাংসের পৃথিবীতে।
এই মিউজিক ভিডিও তে অভিনয় করেছে রাহুল মন্ডল ও দিশা পাল। সিনেমাটোগ্রাফি করেছে নীল মুখার্জি, মহন মুখার্জি ও সৌম্যজিত। এডিটিং করেছে নীল মুখার্জি।
এই নিয়েই এই মিউজিক ভিডিওর গল্প। আশা করি সকলকের মন কাড়বে এই মিউজিক ভিডিও।
Comments
Post a Comment