Posts

Showing posts from July, 2021

"BJP bengal ওয়াটসআপ গ্রুপে প্রাক্তন বিজেপি নেতা সুমন ঘোষ এর অশ্লীল ছবি"।

Image
"BJP bengal ওয়াটসআপ গ্রুপে প্রাক্তন বিজেপি নেতা সুমন ঘোষ এর অশ্লীল ছবি" দা বেঙ্গল টাইমস নিউজ অফিসিয়াল - বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হওয়ার পর তারা ২০২৪ এর লোকসভা ভোট এর জন্য উঠে পড়ে প্রস্তুতি নেওয়া শুরু হয়। কিন্তু তারই মাঝে বিজেপি বেঙ্গল গ্রুপ এ অশ্লীল ছবি দেখতে পাওয়া যায়। বিজেপি প্রাক্তন নেতা সুমন ঘোষ এর অশ্লীল ছবি প্রকাশ্যে আসে বিজেপি বেঙ্গল ওয়াটসআপ গ্রুপ এ।  আমাদের সাথে সরাসরি কথা হয়ে বিজেপি কর্মী পাপ্পুর সাথে তিনি জানান ' আমি এই বিষয় কিছু জানিনা'। যদিও বা এখনো পর্যন্ত এর সত্যতা যাছাই করা হয়নি।

"Sreelekha Mitra starred as the cover face of the 8th edition of Mooi magazine by me and mooi"

Image
"Sreelekha Mitra starred as the cover face of the 8th edition of Mooi magazine by me and mooi" Shaswatik kundu :- Owned by Prem Mukherji,  Mooi magazine by me and mooi has completed their 8th edition shoot for the month of August which featured Sreelekha Mitra as their main cover face. In a formal interaction with Sreelekha, she said that "it has been amazing and delightful to work with Prem and the entire team of Me and Mooi as their cover face of 8th edition. She claims that the entire team including herself was very positive and enthusiastic from the very beginning of the work which led them to a good start. She moreover explains about her new looks in the shoot which she totally found exciting and the concept of "Madhubala which was used as the main theme of the shoot striked her in a very interesting way.  On the other hand, the owner of Me and Mooi, Prem Mukherji conveyed his opinion regarding working with Sreelekha for the first time. He said " being an ...

"উত্তরপাড়ায় কার্ফিউ না মানায় আটক করা হলো ২৪ জন কে"

Image
"উত্তরপাড়ায় কার্ফিউ না মানায় আটক করা হলো ২৪ জন কে" রৌনক ধর, (উত্তরপাড়া হুগলি)- রাজ্যে যেভাবে দিন দিন করোনার প্রকোপ বেড়ে চলছিলো এই সময় দাঁড়িয়ে কিছু টা হলেও কোভিদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি রাজ্য জুড়ে চলছে নাইট কার্ফিউ। নাইট কার্ফিউ কার্যকর করতে কড়া হয়েছে হুগলি জেলার পুলিশ প্রশাসন। রবিবার দিন ছুটির মেজাজে সন্ধে বেলায় অনেকই কিন্তু বেরিয়ে পড়েছিলেন আড্ডা দিতে। ব্যাপকভাবে ধরপাকড় শুরু করে উত্তরপাড়ার পুলিশ প্রশাসন। পুলিশ দেখে অনেকেরই সেখান থেকে পালিয়ে যান। শুধু তাই নয় গঙ্গার ঘাট এ তরুণ - তরুণীদের ভিড় নিমেষের মধ্যে উধাও। নাইট কার্ফিউ না মেনে সন্ধ্যে বেলায় আড্ডা দিতে বেরিয়ে আটক হয়েছন অনেকেই। সব মিলিয়ে ২৪ জন কে আটক করা হয়েছে।  রবিবার দিন সাউরেন বাজিয়ে উত্তরপাড়ার দোলতলা ঘাট, খেয়াঘাট ও শখেরবাজার ঘাটে অভিযান চালায় উত্তরপাড়া থানার। লকডাউন সিঁথিল হতেই খুশির মেজাজে আড্ডা দিতে জমায়েত শুরু হয়েছিল।  দ্বিতীয় ঢেউ এর সাথে সাথে তৃতীয় ঢেউ নিয়েও কিন্তু আসংখ্যা শুরু হয়েছে।  অনেকেরই মুখে মাস্ক ছিলোনা। সেই কারণেও আটক করা হয়েছে অনেককেই। তার পাশাপাশি উত্তরপাড়ার বেশ কিছু দোকান কেও ...

"অপেক্ষার অবশান, ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে 'পুজো পাগলামি এন্ড মোড়" এর শুটিং"

Image
 "অপেক্ষার অবশান, ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে 'পুজো পাগলামি এন্ড মোড়" এর শুটিং"  দা বেঙ্গল টাইমস্ নিউজ, বিনোদন ডেস্ক :- করোনার জন্য থমকে গেছিলো গোটা দেশ। করোনা ঠেকাতে জারি হয়েছিল লকডাউন। তবে আস্তে আস্তে এখন স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষজন। অবশেষে অপেক্ষার অবশান।এসসিএফ প্রোডাকশন এর প্রযোজনায় ও স্পন্দন চক্রবর্তীর পরিচালনায় আগামী ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে তাদের শর্ট ফিল্ম'পুজো পাগলামি এন্ড মোড়' এর শুটিং। সকল বাঁধা নিষেধ মেনে ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে তাদের পরবর্তী ছবির শুটিং। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয়  করতে দেখা যাবে স্পন্দন চক্রবর্তী, স্বপ্নিল চ্যাটার্জি , দিশান সাহা, শুভ্রনীল দে , অপরাজিতা কারার, সুস্মিতা বোস, অনিন্দিতা দাস ও তানিশা কর্মকার, ত্রিয়াসা সেন  কে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পিয়াস মান্না, সুরজিৎ দে, সায়ন দে, বানটি, রঞ্জন ও মল্লিকা কে। তারা সকলেই জানিয়েছেন যে  তারা খুবই আগ্রহী এই ছবিটির জন্য। এবার দেখার বিষয় ছবিটি কতো জনের দৃষ্টি আকর্ষণ করে।

"Anirban Bhattacharya starrer Mukhosh's teaser released today"

Image
 "Anirban Bhattacharya starrer Mukhosh's teaser released today" The bengal times news, entertainment desk  - Birsa Dasgupta's upcoming thriller, Mukhosh is already getting us hooked with its intriguing teaser, which is released today on SVF's social platform.  The teaser opens with a visually charming old-world Kolkata only in a dark setting with a laid-back suspense of impending doom. Anirban Bhattacharya is the consulting criminologist who finds himself in a ghastly case of repeated murders of Kolkata police officers.  The video unfolds organically with a bit of thrill and a gloomy hunt for truth. Anirban Bhattacharya along with the other investigating  officers, played by Chandreyee Ghosh and Anirban Chakrabarti, follows a web of dark truths and unexpected turn of events as they dig deep into the case. The teaser also reveals the seasoned actor, Kaushik Sen, to be a part of the cast.  With refined actors like Anirban Bhattacharya, Anirban Chakrabarti, C...