"উত্তরপাড়ায় কার্ফিউ না মানায় আটক করা হলো ২৪ জন কে"
"উত্তরপাড়ায় কার্ফিউ না মানায় আটক করা হলো ২৪ জন কে"
রৌনক ধর, (উত্তরপাড়া হুগলি)- রাজ্যে যেভাবে দিন দিন করোনার প্রকোপ বেড়ে চলছিলো এই সময় দাঁড়িয়ে কিছু টা হলেও কোভিদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি রাজ্য জুড়ে চলছে নাইট কার্ফিউ। নাইট কার্ফিউ কার্যকর করতে কড়া হয়েছে হুগলি জেলার পুলিশ প্রশাসন। রবিবার দিন ছুটির মেজাজে সন্ধে বেলায় অনেকই কিন্তু বেরিয়ে পড়েছিলেন আড্ডা দিতে। ব্যাপকভাবে ধরপাকড় শুরু করে উত্তরপাড়ার পুলিশ প্রশাসন। পুলিশ দেখে অনেকেরই সেখান থেকে পালিয়ে যান। শুধু তাই নয় গঙ্গার ঘাট এ তরুণ - তরুণীদের ভিড় নিমেষের মধ্যে উধাও। নাইট কার্ফিউ না মেনে সন্ধ্যে বেলায় আড্ডা দিতে বেরিয়ে আটক হয়েছন অনেকেই। সব মিলিয়ে ২৪ জন কে আটক করা হয়েছে।
রবিবার দিন সাউরেন বাজিয়ে উত্তরপাড়ার দোলতলা ঘাট, খেয়াঘাট ও শখেরবাজার ঘাটে অভিযান চালায় উত্তরপাড়া থানার। লকডাউন সিঁথিল হতেই খুশির মেজাজে আড্ডা দিতে জমায়েত শুরু হয়েছিল। দ্বিতীয় ঢেউ এর সাথে সাথে তৃতীয় ঢেউ নিয়েও কিন্তু আসংখ্যা শুরু হয়েছে।
অনেকেরই মুখে মাস্ক ছিলোনা। সেই কারণেও আটক করা হয়েছে অনেককেই। তার পাশাপাশি উত্তরপাড়ার বেশ কিছু দোকান কেও বন্ধ করে দেয় সেখানকার পুলিশ প্রশাসন। এদিন সারাদিনে মহামারি আইন লঙ্ঘন করায় মোট ২৪ কে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
Comments
Post a Comment