"অপেক্ষার অবশান, ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে 'পুজো পাগলামি এন্ড মোড়" এর শুটিং"
"অপেক্ষার অবশান, ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে 'পুজো পাগলামি এন্ড মোড়" এর শুটিং"
দা বেঙ্গল টাইমস্ নিউজ, বিনোদন ডেস্ক :- করোনার জন্য থমকে গেছিলো গোটা দেশ। করোনা ঠেকাতে জারি হয়েছিল লকডাউন। তবে আস্তে আস্তে এখন স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষজন।
ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্পন্দন চক্রবর্তী, স্বপ্নিল চ্যাটার্জি , দিশান সাহা, শুভ্রনীল দে , অপরাজিতা কারার, সুস্মিতা বোস, অনিন্দিতা দাস ও তানিশা কর্মকার, ত্রিয়াসা সেন কে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পিয়াস মান্না, সুরজিৎ দে, সায়ন দে, বানটি, রঞ্জন ও মল্লিকা কে।
তারা সকলেই জানিয়েছেন যে তারা খুবই আগ্রহী এই ছবিটির জন্য। এবার দেখার বিষয় ছবিটি কতো জনের দৃষ্টি আকর্ষণ করে।
Comments
Post a Comment