"বাংলার সব থেকে বড় সুখবর! নিয়ে আসছে 'মনের মানুষ' -এর হিট জুটি দেবতনু- শুভস্মিতা"
"বাংলার সব থেকে বড় সুখবর! নিয়ে আসছে 'মনের মানুষ' -এর হিট জুটি দেবতনু- শুভস্মিতা"
Published by Raunak Dhar
নিউজ ডেস্ক :- সবরকম বাঁধা পেরিয়ে আসতে চলেছে স্কুল শিক্ষা থেকে চাকরীর নিয়োগপত্র হাতে পাওয়া পর্যন্ত ডিজিটাল অভিভাবক।বাংলার প্রথম এডুকেশনাল সোশ্যাল লার্নিং অ্যাপ Yuva Plus।
পয়লা জুলাই থেকে প্লে-স্টোর এ চলে আসবে এই অ্যাপ। সম্প্রতি দেবী স্টুডিও তে হয়ে গেল ফটো এবং ভিডিও শুট , পূজোর হিট জুটি দেবতনু-শুভস্মিতাকে দিয়েই প্রথম প্রচার শুরু করছে YuvaPlus। প্রযোজনায় সেই এসি ফিল্মস। জানা গেছে অন্যান্য সোশ্যাল মিডিয়া-র মতোই এই অ্যাপেও থাকছে সমস্ত সুবিধে।এমত অবস্থায় শিক্ষার একটা ভার্চুয়াল সু-পরিবেশ গড়তে এই পদক্ষেপ।
দেবতনুর মতে, " আমি খুব উত্তেজিত ,মনের মানুষের পর আবার একসাথে শুভস্মিতার সাথে কাজ করে ভালো লাগছে"।
শুভস্মিতা বলছে " ভালো লাগলো পুরো বিষয়টা শুনে, নতুন ধরনের কিছু হচ্ছে। দেখা যাক এবার কি হয়!"
YuvaPlus এর পক্ষ থেকে জানানো হয়েছে " অনেক লড়াই আর বাঁধা পেরিয়ে অবশেষে আমাদের অ্যাপ আসতে চলেছে।দেবতনু-শুভস্মিতাকে দিয়ে প্রথম প্রচার আমাদের, শুধু আমরা নয় আমাদের ছাত্রছাত্রীরাও খুব উত্তেজিত। আমরা আশাবাদী ভালো কিছু করতে পারব"!
ইতিমধ্যে নেটিজ্নেদের মধ্যে আলোড়ন পড়ে গেছে দুজনকে আবার একসাথে দেখার অপেক্ষায়। আপাতত পয়লা জুলাই অবদি অপেক্ষায় তারা।
Comments
Post a Comment