"লকডাউন এ নিজের অবসর সময় কিভাবে কাটাচ্ছেন অভিনেত্রী রূপসা মুখার্জি?"
"লকডাউন এ নিজের অবসর সময় কিভাবে কাটাচ্ছেন অভিনেত্রী রূপসা মুখার্জি"
বিনোদন ডেস্ক:- গোটা দেশ এখন করোনা ভাউড়াস এর সাথে লড়ছে। প্রায় দিন দিন ই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
করোনা সংক্রমণ রুখতে রাজ্যে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। এই বিধিনিষেধ এর কারণে অনেকই হতাশ হয়ে পড়েছেন এবং পাশাপাশি অনেকে অবসাদ এও ভুগছেন।
এই সব কিছুকে পেছনে ফেলে রেখে অভিনেত্রী রূপসা মুখ্যপাধ্যায় কিভাবে তার অবসর সময় কাটাচ্ছে এই নিয়ে নিজের ইন্সটাগ্রাম এ একটি রিল্স পোস্ট করেন তিনি। দেখুন সেই রিল্স।
Comments
Post a Comment