"শুরু হয় গেলো 'এবার পুজোয় জমবে মজার' শুটিং "
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT0qkuOcT9XGYotWBFF09gBTfq_hNVXqe6Dk-XoeRdH_5fTMC3yi7UNsiopL9ZWjF0teSv-wSh8_QCc9q0vL-KSrvgd9LMV3N2qIL9fHlwnzgahx1v07BHz-13jIZGDSUMlXvJVgb19_E/s1600/1693080206069544-0.png)
"শুরু হয় গেলো 'এবার পুজোয় জমবে মজার' শুটিং " দা বেঙ্গল টাইমস নিউজ ডিজিটাল ডেস্ক - শুরু হয় গেলো ' রৌনক ধর এর পরিচালনায় 'এবার পুজোয় জমবে মজার' শুটিং " গল্প টা মূলত ৪ বন্ধুকে নিয়ে | আমরা সবাই জানি যে যত আমাদের দায়িত্ব বাড়ে এবং ব্যস্ততা বাড়ে তখন আস্তে আস্তে বন্ধুরাও আলাদা হয় যায় এবং তারা আর আগের মতো সেই সময় আর কাটাতে পারেনা | সামনেই পুজো কিন্তু ৪ বন্ধুর মধ্যে একজন কলকাতা শহরে নেই এবং সেই নিয়ে মন খারাপ আকাশ মেঘ আর উজান | সকলেই ঝিনুক এর ফেরার অপেক্ষায় কারণ ৩ বছর হয় গেলো ঝিনুক এর দেখা নেই| ঝিনুক কি সত্যি কলকাতায় ফিরবে এই বছরের পুজোয় আর মেঘ উজান আকাশ এর সাথে কি আগের মতো সময় কাটাতে পারবে? এই সিনেমায় অভিনয় করেছে নীলাদ্রি , সোহেলী তিথি ও সাগ্নিক| সিনেমাটোগ্রাফি এর দায়িত্বে ছিল শুভম গুপ্ত ও অভিজিৎ কুন্ডু | ছবির পরিচালক রৌনক ধর জানায় যে অক্টোবর মাসেই মুক্তি পাবে এই ছবিটি |