"ইস্কাবনের জন্য কলকাতায় মাওবাদী ??"
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQCtijKWcqRC0i0ZqQi_s1W7EkPYcLXtvXcpslXXbxzHmpReV3rjYmgqdLbh-k0RGp-jl7w5vu7gAOyqIT36oF0Kc6mmBfidGxA5oX230J-95ckqpDW2AkrnZUhFiMPjicaqhyL7sFY5g/s1600/1655290629240085-0.png)
"ইস্কাবনের জন্য কলকাতায় মাওবাদী ??" The Bengal Times News:- হাউস অফ সায়ন্তের প্রযোজনায় এবং রৌনক ধরের পরিচালনায় তৈরি হল কলকাতায় মাওবাদী। ইতিমধ্যে সবাই জেনে গেছে আগামী ১৭ই জুন মুক্তি পাচ্ছে সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী ও সঞ্জু অভিনীত ইস্কাবন । এই উপলক্ষ্যে হাউস অফ সায়ন্তনের এক প্রচেষ্টার নাম কলকাতায় মাওবাদী , অর্থাৎ ইস্কাবনের জন্য প্রোমোশনাল শর্টফিল্ম। এই শর্টফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, সায়নি বাগচী ও শ্রুতি নাথ। এবং অন্যান্য চরিত্রে দেখা গেছে সায়ন্তন চক্রবর্তী, রাহুল মন্ডল, স্পন্দন চক্রবর্তী, এবং দীপ্যমান সরকারকে । এই শর্টফিল্মের চিত্রগ্রাহক সাগ্নিক চক্রবর্তী ও সম্পাদনার দায়িত্বে ছিলেন শুভম গুপ্ত । গল্পটা মূলত ২ টো মেয়ে কে নিয়ে শ্রুতি ও সায়নী যারা কাজ এর জন্য বাইরে বেরোবে কিন্তু কিডন্যাপ হয় যাবে। কে কিডন্যাপ করলো এবং কেনই করলো সেটা জানতে হলে দেখুন কলকাতায় মাওবাদী যা ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে হাউস অফ সায়ন্তন ইউটিউব চ্যানেল এ ।