"পুষ্পা" ছবির "সামি সামি" গানের তাল মেলালেন বঙ্গকন্যা অভিনেত্রী মনামি ঘোষ"
"পুষ্পা" ছবির "সামি সামি" গানের তাল মেলালেন বঙ্গকন্যা অভিনেত্রী মনামি ঘোষ"
শ্বেতা সেনগুপ্ত - করণা আবহেও দক্ষিণী ছবি "পুষ্পা" ইতিমধ্যেই বক্সঅফিসে সাড়া ফেলে দিয়েছে। এই ছবির একটি গান "সামি সামি" উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার ট্রেনিংয়ের শিরোনামে। ছবিতে নায়িকা রশ্মিকা মন্দন্নার নাচ মন কেড়েছে দর্শকদের। সম্প্রতি এই গানে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন বাঙালি অভিনেত্রী মনামি ঘোষ। গ্ল্যামারাস মনামী তার ইউটিউব চ্যানেলে "সামি সামি" গানে নাচের ভিডিওটি শেয়ার করতেই রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন 5 লক্ষেরও বেশি মানুষ। 38 বছর বয়সী মনামি ঘোষ বর্তমানে সোশ্যাল মিডিয়ার হট সেন্সেশন।
“সামি সামি” গানের ভিডিওতে মনামি কে দেখা গেছে হলুদ রঙের শাড়ি, লাল রংয়ের ব্লাউজ, হাতে লাল চুড়ি, কপালে লাল টিপ, মাথায় বিনুনি বাঁধা চুল, ঠোটে লাল লিপস্টিকে সেজে নেচে মাতিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। অবিবাহিত এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা।
Comments
Post a Comment