"কাল থেকে রাজ্যে জারি হচ্ছে কোভিড বিধিনিষেধ , দেখে নিন কিসে কিসে ছাড়?"
"কাল থেকে রাজ্যে জারি হচ্ছে কোভিড বিধিনিষেধ , দেখে নিন কিসে কিসে ছাড়?"
রৌনক ধর : - যেভাবে দিন দিন কোভিড বেড়ে চলছে তাই সেটা কেই সামাল দিতে কাল থেকে রাজ্যে জারি হলো কড়া বিধিনিষেধ। এমনটাই আজ সাংবাদিক বৈঠকে জানান রাজ্যের মুখ্যসচিব। বিধিনিষেধের তালিকায় কি কি রয়েছে দেখে নিন এক ঝলকে।
-‘কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ’
-‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ’
-‘সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ’
-‘রাত ১০টার পর বন্ধ থাকবে সিনেমা হল’
-‘৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা হল’
-‘সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ’
-‘চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে’
এছাড়াও বলা হয়েছে-
-‘সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা’
-‘বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা’
-‘শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ’
- ‘খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত’
-‘রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে’
- ‘অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি’
-‘বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি’
- ‘মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন’
- ‘৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল, সন্ধে সাতটার পর কোনও ট্রেন বন্ধ’
-‘৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো’
-‘৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন’
-‘কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত’
-‘রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ’
Comments
Post a Comment