"আগামী বছরের 8 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অরিত্র মুখার্জি পরিচালিত বাবা বেবি ও"
"আগামী বছরের 8 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অরিত্র মুখার্জি পরিচালিত বাবা বেবি ও"
মোনালিসা দাস :- বাবা বেবি ও হল একটি আসন্ন ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র যা অরিত্র মুখার্জি পরিচালিত এবং জিনিয়া সেন লিখিত। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত ও সোলাঙ্কি রায়। ছবিটি 4 ফেব্রুয়ারী 2022-এ মুক্তি পাবে। মূলত এই ছবিটি দুই নবজাতক শিশুর সাথে একক পিতার গল্প।
করোনা পরিস্থিতির জন্যে এই সিনেমাটি বেশ কিছুদিন ধরেই স্থগিত রাখা হয়েছিল । এখন পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আগামী বছর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছে যিশু সেনগুপ্ত , সোলাঙ্কি রায় এছাড়াও রয়েছেন,বিদীপ্তা চক্রবর্তী গাঙ্গুলী,রেশমি সেন,মৈনাক চ্যাটার্জি,গৌরব চ্যাটার্জি। এখন অপেক্ষা ছবিটি বড় পর্দায় কবে রিলিজ করবে।
Comments
Post a Comment