" গুপি বাঘা দিল তালি,পাঁপড় নামল থালি থালি"
" গুপি বাঘা দিল তালি,পাঁপড় নামল থালি থালি"
রৌনক ধর :- উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর কল্পনার দেশ থেকে সিনেমার পর্দায় পারি দিয়েছিল বাংলা সাহিত্য তথা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ তিন চরিত্র গুপি গায়েন বাঘা বায়েন এবং ভূতের রাজা। হাতে হাতে তালি দিলেই মনের মতো খাওয়ার পাওয়া যাবে এর থেকে বড় বর আর কি হতে পারে। ভূতের রাজার আশীর্বাদে গুপি বাঘা পেয়েছিল অফুরন্ত খাবার ভান্ডার। কিন্তু এতদিন ধরে রাজভোগ খেয়ে তাদের আর মিষ্টি খাবারে রুচি নেই। তাই তাদের এবার চাই চটপটা কোনো খাবার। এই আবদার নিয়েই তারা হাজির হয় ভূতের রাজার সামনে। ভূতের রাজার বরে তারা হাতে হাতে তালি দিতেই আকাশ থেকে নামে থালি থালি পাঁপড়ের রাশি। এবং এই পাঁপড়ের স্বাদে মুগ্ধ হন স্বয়ং ভূতের রাজাও।
এই নিয়েই সানরাইজ মেওরাম বিকানেরী পাঁপড়ের নতুন বিজ্ঞাপন। এই কাজটিকে সাফল্যমন্ডিত করতে সাহায্য করেছেন পরিচালক সন্দীপ রায় ও পিয়ালী ফিল্মের কর্ণধার পিয়ালী দত্ত ও অরিজিৎ দত্ত, যাদের অনুমতি ও সহায়তা ছাড়া এই বিজ্ঞাপনটি করা সম্ভব হত না।
উইন্ডোজ এর আগেও ২০১৯ সালে তাদের সুপারহিট ছবি 'কণ্ঠ' সিনেমা তে গুপি বাঘা এবং ভূতের রাজা কে সঙ্গে নিয়ে এসেছিল। এবারেও তারা এই কাজটি করে দেখাল একদল দক্ষ কলাকুশলীর সাহায্যে। এই বিজ্ঞাপনে সংগীত পরিচালনার কাজ করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জি। সম্পাদনার কাজ করেছেন মলয় লাহা। সিনেমাটোগ্রাফি সামলেছেন অলোক মাইতি। শিল্প নির্দেশনা করেছেন তন্ময় চক্রবর্তী। কস্টিউমের দায়িত্বে ছিলেন অভিষেক রায় আর মেক আপে অভিরূপ গাঙ্গুলি এবং গ্রাফিক্স এর কাজ করেছেন শান্তনু ভট্টাচার্য।
এই বিজ্ঞাপনটির ভাবনা থেকে শুরু করে সম্পাদনা শেষ হওয়া পর্যন্ত যাদের অবদান অপরিসীম তারা হলেন স্ট্র্যাটিজি এডভার্টাইজিং এন্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড পরিচালকবৃন্দ।
এই বিজ্ঞাপনটিতে গুপি গায়েন চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায় ও অনির্বান চক্রবর্তী। একটি সাক্ষাৎকারে সাহেব চট্টোপাধ্যায় বলেন " সানরাইজ সব সময় কিছু নতুন উপহার আমাদের দিয়ে থাকেন এবং এবারেও তারা এমন একটা কনসেপ্ট নিয়ে এসেছেন যা এক কথায় অনবদ্য"।
অনির্বান চক্রবর্তী জানান "আমার ছোট বেলা থেকেই খুব মনে হয় যদি সত্যি এরকম এক জোড়া জুতো পাওয়া যেত এবং তার সাথে ভূতের রাজার বড় পাওয়া যেত তাহলে কি মজা টাই না হতো , যাই হোক এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আমার এই স্বপ্ন টা একটু হলেও পূরণ হলো"।
ভূতের রাজার চরিত্রে এখানে অভিনয় করেছেন লামা। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন " ছোট বেলায় ইচ্ছা ছিলো যদি ভূতের রাজার দেখা পাই তাহলে যা চাই তাই নিয়ে নেব কিন্তু এটা কখনো ভাবিনি যে আমি ভূতের রাজার চরিত্রে অভিনয় করার সুযোগ পাবো। আমি ধন্যবাদ জানাই সানরাইজ ও উইন্ডোজ কে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য। ভূতের রাজা এবং এই বিজ্ঞাপনটা সারজীবন আমার মনে থেকে যাবে"।
সানরাইজ মেওরাম বিকানেরী পাঁপড়ের নতুন বিজ্ঞাপনটি এখন দেখা যাচ্ছে টেলিভিশন এর পর্দায়। মাত্র এই ৩০ সেকেন্ড এর বিজ্ঞাপন আট থেকে আশি সকলের মুখে হাসি ফোটাতে পেরেছে।
Comments
Post a Comment