" গুপি বাঘা দিল তালি,পাঁপড় নামল থালি থালি"
" গুপি বাঘা দিল তালি,পাঁপড় নামল থালি থালি" রৌনক ধর :- উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর কল্পনার দেশ থেকে সিনেমার পর্দায় পারি দিয়েছিল বাংলা সাহিত্য তথা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ তিন চরিত্র গুপি গায়েন বাঘা বায়েন এবং ভূতের রাজা। হাতে হাতে তালি দিলেই মনের মতো খাওয়ার পাওয়া যাবে এর থেকে বড় বর আর কি হতে পারে। ভূতের রাজার আশীর্বাদে গুপি বাঘা পেয়েছিল অফুরন্ত খাবার ভান্ডার। কিন্তু এতদিন ধরে রাজভোগ খেয়ে তাদের আর মিষ্টি খাবারে রুচি নেই। তাই তাদের এবার চাই চটপটা কোনো খাবার। এই আবদার নিয়েই তারা হাজির হয় ভূতের রাজার সামনে। ভূতের রাজার বরে তারা হাতে হাতে তালি দিতেই আকাশ থেকে নামে থালি থালি পাঁপড়ের রাশি। এবং এই পাঁপড়ের স্বাদে মুগ্ধ হন স্বয়ং ভূতের রাজাও। এই নিয়েই সানরাইজ মেওরাম বিকানেরী পাঁপড়ের নতুন বিজ্ঞাপন। এই কাজটিকে সাফল্যমন্ডিত করতে সাহায্য করেছেন পরিচালক সন্দীপ রায় ও পিয়ালী ফিল্মের কর্ণধার পিয়ালী দত্ত ও অরিজিৎ দত্ত, যাদের অনুমতি ও সহায়তা ছাড়া এই বিজ্ঞাপনটি করা সম্ভব হত না। উইন্ডোজ এর আগেও ২০১৯ সালে তাদের সুপারহিট ছবি 'কণ্ঠ' সিনেমা তে গুপি বাঘা এবং ভূ...