"স্বাধীনতা দিবসেই আসছে সায়ন বাসু চৌধুরীর 'হরর স্টোরিজ' "
"স্বাধীনতা দিবসেই আসছে সায়ন বাসু চৌধুরীর 'হরর স্টোরিজ' "
রৌনক ধর , বিনোদন ডেস্ক :- দীর্ঘদিন লকডাউন এর পর অবশেষে রাজ্যে সিনেমা হল খোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশ জারি হওয়া মাত্রই সিনেমা প্রেমীরা উৎসাহিত হয়েছে। শুধু তাই নয় প্রযোজক , পরিচালক ও ডিস্ট্রিবিউটর সকলেই হালকা স্বস্তির নিঃস্বাস ফেলেছে এই খবর আশা মাত্রই।
হিন্দি ছবির মুক্তির পাশাপাশি দিন গুনছে বাংলা ছবিও। এবার সিনেমা হল খোলার পরেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৩ই অগষ্ট মুক্তি পাচ্ছে মুখেশ পান্ডের প্রযোজনায় ও সায়ন বাসু চৌধুরীর পরিচালনায় ' হরর স্টোরিজ'। বেঙ্গল টাইমস নিউজ এর সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান ' হল খোলার অপেক্ষায় ছিলাম, লাভ কম হলেও আশা রাখছি দর্শক হল এ গিয়ে দেখবে এবং ছবিটাও পছন্দ হবে।
' হরর স্টোরিজ' ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে মৈনাক ব্যানার্জি, রূপসা মুখ্যপাধ্যায়,অলিভিয়া সরকার, প্রিয়াঙ্কা ব্যানার্জি ও সুপ্রতিম সাহা।
দুটো গল্প নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। প্রথম গল্পের নাম ' চাইনিজ বক্স'। এই অংশের চরিত্রে রয়েছেন অলিভিয়া সরকার ও সুপ্রতিম সাহা। টেলিফোনের মাধ্যমে সুপ্রতিম সাহার সাথে যোগাযোগ করলে তিনি বলেন ' এটা খুব ফ্রি ফ্লোয়িং একটা গল্প। আমাদের এই গল্পটা কলেজ স্টুডেন্ট দের কে নিয়ে একটা গল্প। সেখানে কিছু ভয় এর এলিমেন্ট ও রয়েছে। খুব ভালো লেগেছে আমাদের এই হরর স্টোরি করে। সায়ন এর সাথে আমার প্রথম কাজ। খুব ভালো লেগেছে কাজ করে। অনেক নতুন কিছু শিখতে পেরেছি।"
ছবির দ্বিতীয় গল্পের নাম 'ভয়'। সেই গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়, মৈনাক ব্যানার্জি ও প্রিয়াঙ্কা ব্যানার্জি কে। টেলিফোনর মাধ্যমে প্রিয়াঙ্কা ব্যানার্জির সাথে যোগাযোগ করলে তিনি বলেন ' আমি ফিচার ফিল্ম খুব বেশি করেছি তা নয়, আমি সংগীত জগতের মানুষ। 'হরর স্টোরিজ' আমার প্রথম ফিচার ফিল্ম। আমি মৈনাক এই বোন এর চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের সম্পর্কে আরও জানতে হলে দেখতে হবে হরর স্টোরিজ।তবে আমার খুব ভালো লেগেছে এইরকম একটা গল্পে অভিনয় করে। এছাড়াও বলতে গেলে ছবির পরিচালক সায়ন খুব সাহায্য করেছে। আমার কোনো অসুবিধাই হয়নি। খুব ভালো লেগেছে কাজ করে। আমি আশাবাদি যে দর্শক দের ছবিটা খুব ভালো লাগবে।"
দীর্ঘ তিন মাস পর সিনেমা প্রেমী সকল দর্শক রাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এইরকম একটা ভয় এর ছবি দর্শক রা উপভোগ করতে পারবে।
Comments
Post a Comment