"নজর কাড়লো জি বাংলা সারেগামাপা এর গায়ক রক্তিম চৌধুরীর ও গার্গী কুন্ডুর মিউজিক ভিডিও 'সামিয়ানা' "
"নজর কাড়লো জি বাংলা সারেগামাপা এর গায়ক রক্তিম চৌধুরীর ও গার্গী কুন্ডুর মিউজিক ভিডিও 'সামিয়ানা' "
রৌনক ধর , বিনোদন ডেস্ক- গত ২৪সে জুন কে এস এস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও গৌরব গুপ্তর পরিচালনায় মুক্তি পেয়েছে জি বাংলা সারেগামাপা খ্যাত গায়ক রক্তিম চৌধুরী ও গার্গী কুন্ডুর মিউজিক ভিডিও ' সামিয়ানা'। 'কে এস এস মিউজিক' ইউটিউব চ্যানেল এ মুক্তি পায় ' সামিয়ানা'।
খুব দক্ষতার সঙ্গে 'সামিয়ানা' মিউজিক ভিডিও তে গান গেয়েছেন গায়ক রক্তিম চৌধুরী। তার কন্ঠস্বর সকল শ্রোতা কে মুগ্ধ করেছে। তবে গানটির ক্ষেত্রে গীতিকার সুরকার পিয়া এবং প্রান্তিক চক্রবর্তী অসাধারণ কাজ করেছেন।
এই মিউজিক ভিডিও তে অসাধারন অভিনয় করতে দেখা গেছে রক্তিম চৌধুরী ও গার্গী কুন্ডু কে। তবে অভিনেত্রী গার্গী কুন্ডুর অভিনয় ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
একটি মিষ্টি প্রেমের গান ' সামিয়ানা'। এই গানটির মধ্যে দিয়ে দর্শক দের এটাই বার্তা দেওয়া হয় যে ভালোবাসার স্মৃতি কখনো ঝাপসা হয় যায় না মানুষ কখনোই তার ভালোবাসার স্মৃতি ভুলে যায় না এবং ভালোবাসা যে সহজে হারায় না সেটাও বোঝানো হয়েছে।
Comments
Post a Comment