"পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তী ছবি ' জতুগৃহ' তে বড় চমক, অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার ও পিয়ালী চ্যাটার্জি কে"
"পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তী ছবি ' জতুগৃহ' তে বড় চমক, অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার ও পিয়ালী চ্যাটার্জি কে"
রৌনক ধর , বিনোদন ডেস্ক - আগের বছরের শীতেই মুক্তি পেয়েছিল পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি 'প্রতিদ্বন্দ্বী' যা বক্স অফিসে রিতিমতন সাড়া ফেলে দিয়েছিলো। এবার পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তী ছবি ' জতুগৃহ'।
কিছু দিন আগেই তার পরবর্তী ছবি 'জতুগৃহর' একটি পোস্টার প্রকাশ্যে আসে যেখানে দেখা গেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কে। বনি সেনগুপ্তর পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় কেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে।
এবার বড়সড় চমক আনলেন পরিচালক সপ্তাশ্ব বসু। তার পরবর্তী ছবি ' জতুগৃহ' তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার কে। শুধু তাই নয় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পিয়ালী চ্যাটার্জি কে।
পরিচালক সপ্তাশ্ব বসু জানান যে বনি সেনগুপ্তর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পিয়ালী চ্যাটার্জি কে এবং পায়েল সরকার কে দেখা যাবে চা - এস্টেট এর মালিকের মেয়ের ভূমিকায় অভিনয় করতে এবং সপ্তাশ্ব বসু আরও জানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার কে।
সম্প্রতি তাদের নতুন পোস্টার মুক্তি পায় যেখানে পিয়ালী চ্যাটার্জি এবং পায়েল সরকার উভয় কেই দেখা গেছে।
সূত্রের খবর, জুলাই এর প্রথম সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হবে।
Comments
Post a Comment