"রাজ্যে ১৬ই জুনের পর বিধিনিষেধ এ ছাড়"
"রাজ্যে ১৬ই জুনের পর বিধিনিষেধ এ ছাড়"
রৌনক ধর :- করোনার প্রকোপ যেভাবে মাত্রা পেরিয়ে গিয়েছিল সেই কথা মাথায় রেখে ১৫ই জুন পর্যন্ত জারি হয়েছিল বিধিনিষেধ।
এদিন রাজ্য সরকার থেকে সব পরিস্থিতি খতিয়ে দেখে ১লা জুলাই অব্দি বহাল রাখা হয়েছে বিধিনিষেধ। তবে রাজ্য সরকর এর ঘোষণা অনুযায়ী ১৬ই জুনের পর বিধিনিষেধে ছার। কি কি ছার থাকছে এই বিধিনিষেধে ?
●সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি দফতর। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে।
● সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে দোকান, বাজার, হাট ও মুদির দোকান।
● সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে অন্যান্য দোকান।
●আগের মতোই সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।
●দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা ও এবং হোটেল। ৫০ শতাংশ উপভোক্তার প্রবেশাধিকার থাকবে।
●সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ গ্রাহক ঢোকায় অনুমতি।
●সিনেমা হল , শরীর চর্চা কেন্দ্র , স্পা আগের মতোই বন্ধ থাকবে।
●দর্শকশূন্য স্টেডিয়াম খোলা রাখার অমুমতি।
●লোকাল ট্রেন, মেট্রো , বাস চলাচল আগের মতোই বন্ধ থাকবে।
●জরুরি পরিষেবায় চলবে অটো ট্যাক্সি।
●টিভি প্রোগ্রাম এবং সিনেমার সাথে সম্পর্কিত অভ্যন্তরীণ এবং আউটডোর শ্যুটিং এর সাথে যুক্ত ক্রিয়াকলাপগুলি একবারে ইউনিট প্রতি ৫০ জনের বেশি নয়, টিকা সম্পুর্ন কড়া , মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং নিজস্ব পরিবহণের ব্যবস্থা সহ এবং কলকাতা পুলিশ থেকে ই-পাসের সাথে পুনরায় শুরু হতে পারে।
● প্রিন্ট , ইলেক্ট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সাথে যুক্ত পরিষেবা চালু রাখা যাবে।
● প্রাতঃভ্রমন এর জন্য সকাল ৭তা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে তবে সেই ক্ষেত্রে কোভিদ টিকা সম্পূর্ণ হওয়ার প্রমানপত্র দেখাতে হবে।
Comments
Post a Comment