"ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে এবার নীল-তৃনা"
"ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে এবার নীল-তৃনা"
রৌনক ধর, বিনোদন ডেস্ক:- বিধানসভা নির্বাচনের মুখে রাজনীতিতে যোগ দিয়েছেন নীল তৃনা। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার ও দেখা গিয়েছে তাদের। এবার ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের পাশে দাঁড়ালেন নীল -তৃনা।
রবিবার সোশ্যাল মিডিয়ায় তৃনা 'মাই স্কাই ফাউন্ডেশন' নামক একটি সংস্থা নিয়ে পোস্ট করেন। এবং সেই সংস্থার মালিক অভিনেত্রী তৃনা সাহা নিজেই।
কিছুদিন আগেই ঘূর্ণিঝড় ইয়াস বাংলা ওড়িশার উপকূলে আছড়ে পড়েছিল এবং সেই ক্ষেত্রে প্রায় অনেক জায়গাই ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই সেসব জায়গার মানুষদের কাছে ত্রান পৌঁছে দেবেন তারা। আপাতত ১০০০ জনের জন্য এই পরিষেবা চালু হবে। সাধারণ মানুষকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তাঁরা। আপাতত কয়েকজন বন্ধু মিলেই শুরু করেছেন এই উদ্যোগ।
Comments
Post a Comment