"পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তি ছবি 'জতুগৃহ 'তে এবার অভিনয় করবে পরমব্রত চট্টোপাধ্যায়"
"পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তি ছবি 'জতুগৃহ 'তে এবার অভিনয় করবে পরমব্রত চট্টোপাধ্যায়"
শিঞ্জিনি ঘোষ ,বিনোদন ডেস্ক:- আগের বছরের শীতেই মুক্তি পেয়েছিল পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি 'প্রতিদ্বন্দ্বী' যা বক্স অফিসে রিতিমতন সাড়া ফেলে দিয়েছিলো। এবার পরিচালক সপ্তাশ্ব বসুর পরবর্তী ছবি ' জতুগৃহ'।
তার পরবর্তী ছবি 'জতুগৃহ' তে কারা অভিনয় করছে তা ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছে। বনি ও অনামিকা একে অপরের বিপরীতে এই ছবি তে অভিনয় করছে। ছবিটিতে তাদের চরিত্রের নাম রেহান - মেঘনা। তবে ছবিটি রোমান্টিক এর চেয়ে হরর মিস্ত্রি তেই বেশি ভরা।
প্রথমে ছবিটিতে কারা অভিনয় করছে তা জানলেও পড়ে নতুন করে টুইস্ট আনেন পরিচালক সপ্তাশ্ব বসু। বনি অনামিকার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় কে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রতর ক্যারেক্টর পোস্টার যা ইতিমধ্যেই সকল কে উত্তেজিত করেছে।
পরিচালক সপ্তাশ্ব বসু জানায় যে বলিউড ও টলিউড এর কাজে ব্যস্ত ছিলেন পরমব্রত। পরমব্রতর ডেট পেয়ে তাকে জতুগৃহ ছবিটির চিত্রনাট্য শোনান এবং তারপরেই ছবিটি করতে রাজি হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
সপ্তাশ্ব বসু আরও জানান যে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো মে মাসে কিন্তু লকডাউন এর জন্য তা সম্ভব হয় ওঠেনি। তিনি আরও জানান যে ছবির বেশিরভাগ শুটিং হবে উত্তরবঙ্গে এবং অল্প অংশ শুট হবে কলকাতায়। তিনি আশাবাদী যে ঠিক সময় শুটিং শুরু হলে এই শীতেই মুক্তি পাবে 'জতুগৃহ'
Comments
Post a Comment