"নতুন সরকার আসছে,ফল ঘোষণার পর গুলির আওয়াজ থেমে যাবে' মন্তব্য দিলীপ ঘোষের' "
"নতুন সরকার আসছে,ফল ঘোষণার পর গুলির আওয়াজ থেমে যাবে' মন্তব্য দিলীপ ঘোষের' "
ববিতা সাহা,(১লা এপ্রিল, ২০২১) : রাত পোহালেই একুশের নির্বাচনের ফল ঘোষণা। তাই আজ,ভোট গণনার ঠিক আগের দিন জয় নিয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তার বক্তব্য,' নতুন সরকার আসছে, কাল ফল ঘোষণার পর গুলির আওয়াজ থেমে যাবে।'
আর কিছু সময়ের অপেক্ষা তারপরই দেখার পালা নবান্ন এবার কার দখলে।সেজে উঠেছে বিভিন্ন ভোট গণনা কেন্দ্র।কোভিডের সমস্ত বিধি মেনেই চলছে ভোট গণনার প্রস্তুতি।গণনা কেন্দ্রে ঢুকতে গেলে করোনা রিপোর্ট নেগেটিভ থাকতে হবে নির্বাচন কমিশনের এই নির্দেশে কার্যত আজ সারাদিন রাজ্য জুড়ে প্রার্থী ও এজেন্টদের মধ্যে ব্যস্ততা ছিল। হাওড়া, মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের জন্য গণনা কেন্দ্র যথাক্রমে ১১টি,৪টি,৬টি।প্রত্যেকটি গণনা কেন্দ্রের বাইরে থাকবেন রাজ্য পুলিশ এবং ভেতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।কোভিড আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে অষ্টম দফার ভোট পর্ব মিটে গেলেও গণনার আগের দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার ছবিই উঠে এসেছে।কোথাও দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ,কোথাও আবার তাজা বোমা উদ্ধার।এদিন যে সব জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে- নৈহাটি,হারোয়া,সোনারপুর প্রভৃতি জায়গা।এগুলো ছাড়াও দুই দলের কর্মীদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ ও ধরা পড়েছে।
ভোট পরবর্তী হিংসা,কোভিড বিধি এই সব মিলিয়ে সাধারণ মানুষের নজর থাকবে শান্তিপূর্ণ ভাবে জয় ঘোষণার ফলাফলের উপর।
Comments
Post a Comment