Posts

Showing posts from April, 2023

" রুফটপ এ রৌনক ও পর্ণার "এভাবেও ভালোবাসা যায়"

Image
"  রুফটপ এ রৌনক ও পর্ণার "এভাবেও ভালোবাসা যায়" বিনোদন ডেস্ক- অবশেষে অনেক অপেক্ষার পর রুফটপ ইউটিউব চ্যানেল এ মুক্তি পেলো রৌনক ধরের পরিচালনায় রৌনক সিং ও পর্ণা চক্রবর্তী এর নতুন মিউজিক ভিডিও " এভাবেও ভালোবাসা যায়"।   সকলেই কিন্তু প্রেমে পড়ে এবং সেখান থেকে ভালোবাসা তৈরি হয় একেওপরের মধ্যে। কিন্তু কয়েক মাস পর যখন সময় এর অভাবে দূরত্ব বেড়ে যায় তখনই তাদের সম্পর্কে ইতি হয় যায়। কিন্তু প্রশ্ন একটাই ? রৌনক ও পর্ণা কি আবার এক হবে? সব ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে তারা আবার ভালোবাসতে পারবে? ঠিক এইরকমই এক গল্প বলবে "এভাবেও ভালোবাসা যায়" এই মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন পর্ণা চক্রবর্তী ও রৌনক সিং এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রান্তিক মুখার্জি। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন আলেখ্য সেনগুপ্ত এবং গানটি গেয়েছেন পার্নব দত্ত। সকলেই তোমরা রুফটপ এ গিয়ে দেখে আস্তে পারো এই মিউজিক ভিডিও টা।