" এবার অর্পিতা ও শাহীন এর' তোর জন্য' "
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNb-z8l2JteTeclKWQmaxbyPDEj4NhuSuLbGK3fppnuqiLstQe86VuBpy6YLUvxL0Okr6Lq1r9cE_0iriSz4LKhW7V2JChE_6X5WZ0fsMTTa6umvUHfHF4NmC3iB-eEqt5YtBK0NIemHc/s1600/1670839174613480-0.png)
" এবার অর্পিতা ও শাহীন এর' তোর জন্য' " The bengal times - Origin entertainment এর নিবেদনে অর্পিতা দাস , সুমন রায় ও স্যান্ডির পরিচালনায় এবার তোর জন্য ! গল্পটি মূলত এক প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার সাথে সাথে কিছু রাগ অভিমান খুনসুটি ও ভালোবাসার গল্প। ' তোর জন্য' এই সুন্দর একটি গান গেয়েছে শুভম রাহা। Origin entertainment এর তরফ থেকে একটি প্রচেষ্টায় এই গানটির ওপর একটি cover বানানো হয়েছে, আশা করি সবার ভালো লাগবে , ভিডিও টি চ্যানেলে এসে গেছে , দেখতে ভুলবেন না। "তোর জন্য" এই গানটি গেয়েছেন ও শুর দিয়েছেন শুভম রাহা। গানটির সংলাপ লিখেছেন নীলাদ্রি ব্যানার্জি ও সৌরভ ভট্টাচার্য। ভিডিও টি মুক্তি পেতে চলেছে 13th December Origin Entertainment ইউটিউব চ্যানেল এ।