Posts

Showing posts from November, 2022

"অন্য কারোর গল্পে এবার দ্বিপশিখা ও সঞ্জীব?"

Image
"অন্য কারোর গল্পে এবার দ্বিপশিখা ও সঞ্জীব?" The bengal times, (November 22, 2022) - এআরএসএস এন্টারটেইনমেন্ট এর নিবেদনায় এবং শুভম গুপ্ত ও রৌনক ধরের পরিচালনায় এবার "অন্য কারোর গল্পো" । গল্পটি মূলত সঞ্জীব ও দ্বিপশিখা দুই দম্পত্তি কে নিয়ে যারা একেওপর কে প্রচন্ড ভালোবাসতো কিন্তু সাফল্যের লক্ষ্যে পৌঁছতে গিয়ে সে তার ভালোবাসার মানুষ দ্বিপশিখা কে হারিয়ে ফেলে। তাদের একসাথে পথ চলা আর হলোনা। ঠিক এরকমই এক অন্যরকম গল্প নিয়ে তৈরি "অন্য কারোর গল্প" । এই মিউজিক ভিডিও তে অভিনয় করতে দেখা গেছে দুই নাম করা ইনফ্লুয়েনসার দ্বিপশিখা ও সঞ্জীব কে। এই গানটির সুর দিয়েছেন সঙ্গীত শিল্পী প্রভাত ভট্টাচার্য ও গীতিকার এর দায়িত্বেও ছিলেন প্রভাত ভট্টাচার্য । এই গানটির সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভাত ভট্টাচার্য এন্ড টিম । খুব শীঘ্রই এআরএসএস এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল এ মুক্তি পাবে এই মিউজিক ভিডিও।